Bengal Municipal Election 2022:মালদহের ইংরেজবাজারে একই ওয়ার্ডে দুই তৃণমূল প্রার্থী, মনোনয়নও জমা দু'জনেরই

Last Updated:

শুরু হয়েছে আলাদা আলাদা প্রচার, দেওয়াল দখল ও লেখার কাজ।

#মালদহ: একের পর এক প্রার্থী তালিকা। একের পর এক নাটকীয় মোড়। এরই জেরে মালদহে একই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হওয়ার দাবি করেছেন দু'জন (Bengal Municipal Election 2022)। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলে এমনই "অস্বস্তিকর" ছবি প্রকাশ্যে এসেছে। এ'পর্যন্ত মালদহে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে তিনটি লিস্ট প্রকাশ্যে এসেছে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় তালিকায় ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে নাম ছিল বিদায়ী তৃণমূল ওয়ার্ড কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর। রবিবার দুপুরে দলীয় প্রার্থীদের বৈঠক এবং সংবাদমাধ্যমের কাছেও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে ঘোষণা করেন কাকলি চৌধুরীর নাম। তাঁর সমর্থনে দেওয়াল লিখনের কাজ প্রায় শেষ করে ফেলেন অনুগামী ও দলীয় নেতাকর্মীরা (Bengal Municipal Election 2022)।
এরইমধ্যে রবিবার সন্ধ্যায় তৃতীয় আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ্যে আসে। এই তালিকায় বদলে যায় ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম। নতুন প্রার্থী হিসেবে উঠে আসে মনীষা সাহার নাম। সোমবারই মালদহের মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়ন পেশ করেন তিনি। শুধু তাই নয়, ৩ নম্বর ওয়ার্ডে নতুন দলীয় প্রার্থীর সমর্থনে নতুন করে দেওয়াল দখলের কাজ শুরু করেন তাঁর অনুগামীরাও। দুই প্রার্থীই এদিন সংবাদমাধ্যমে দাবি করেন, তাঁরাই তৃণমূলের টিকিট পেয়েছেন। দুই প্রার্থী নিজেদের মতো করে শুরু করেছেন প্রচার প্রক্রিয়া। ফলে প্রার্থী নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটার থেকে শুরু করে দলের অন্দরেও।
advertisement
advertisement
শেষপর্যন্ত ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে কার ভাগ্যে শিকে ছেঁড়ে এখন তারই প্রতীক্ষা। এদিকে প্রার্থীপদ নিয়ে তৃণমূলের একের পর এক তালিকাকে কটাক্ষ করেছে বিজেপি। যাঁদের প্রার্থী ঠিক করতেই এত কাজিয়া, তাঁরা মানুষের উন্নয়ন করবেন কীভাবে ? পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। যদিও এনিয়ে কোনো মন্তব্য করতে চায়নি জেলা তৃণমূল। একই ওয়ার্ডে দুইজনের দলীয় প্রার্থী হওয়ার দাবি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্ন কার্যত এড়িয়ে যান তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Municipal Election 2022:মালদহের ইংরেজবাজারে একই ওয়ার্ডে দুই তৃণমূল প্রার্থী, মনোনয়নও জমা দু'জনেরই
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement