Siliguri Election Campaign: শেষ রবিবারের ভোট প্রচারে জমজমাট শিলিগুড়ি, বোর্ড দখলে আশাবাদী তিন শিবিরই

Last Updated:

কংগ্রেস প্রার্থীর সমর্থনে পা মেলালেন অশোক, জীবেশ ৷

প্রচারে দিলীপ ঘোষ
প্রচারে দিলীপ ঘোষ
শিলিগুড়ি: নির্বাচনের আগে গতকালই ছিল শেষ রবিবার। এদিন দিনভর শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই পুর প্রচার ছিল জমজমাট। কোথাও ঢাক নিয়ে, আবার কোথাও টোটো নিয়ে চলে প্রচার। দেখা মিলল তাসারও। এককথায় রঙিন প্রচারের সাক্ষী থাকল শিলিগুড়ি। একদিকে বিজেপির দিলীপ ঘোষ, অশোক দিন্দা, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালরা ঘুরলেন বিভিন্ন ওয়ার্ডে। অন্যদিকে তৃণমূলের প্রচার ও মিটিংয়ের মুখ ছিলেন অরূপ বিশ্বাস, গৌতম দেবরা। বাম এবং কংগ্রেসের স্থানীয় নেতারাই (Siliguri Election Campaign)।
রবিবাসরীয় প্রচারে কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকের সমর্থনে মিছিলে পা মেলালেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারেরা। ১৬ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারে দেখা মিলল দুই দলের ঝাণ্ডার ঐক্যবদ্ধ মিছিল। এবারের পুরভোটে আসন সমঝোতা না হলেও গতবারে কংগ্রেসের জেতা চার আসনে এবারে প্রার্থী দেয়নি বামেরা। তার মধ্যে অন্যতম এই ১৬ নম্বর ওয়ার্ড। ভোটের পর জোটের সম্ভাবনা জিইয়ে রয়েছে বলে দাবি করলেন অশোক ভট্টাচার্য, সুজয় ঘটকেরা। সেইসঙ্গে একসুরে আক্রমণ তৃণমূল এবং বিজেপিকে।
advertisement
advertisement
শিলিগুড়িতে রবিবাসরীয় প্রচার সারলেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ। সংযোজিত বেশ কয়েকটি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন তিনি। তাঁর দাবি, বাম, কংগ্রেস, তৃণমূলকে দেখেছে শিলিগুড়ি। উন্নয়নের ছোঁয়া পায়নি এই শহর। তাই এবারে ক্ষমতায় আসছে বিজেপি। পুরবোর্ড দখল করে দেখাবে উন্নয়ন কাকে বলে! অন্য কয়েকটি ওয়ার্ডে তখন প্রচারে ব্যস্ত ছিলেন গেরুয়া শিবিরের প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, ক্রিকেট তারকা অশোক দিন্দা ৷ অন্যদিকে শেষ রবিবাসরীয় প্রচারে ময়দানে তৃণমূল প্রার্থী গৌতম দেবও। ৩৩ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে শুনলেন স্থানীয়দের দাবি, অভিযোগ। দ্রুত সমাধানের আশ্বাসও দেন।
advertisement
নিজের ওয়ার্ডের বাইরে প্রচারে যান পুরসভার অন্য ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে। গৌতম দেবের কটাক্ষ, বিজেপি এবারে শূন্য বা একটি আসন পাবে। রবিবার বিকেলে শহরে পৌঁছে সভা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‘শিলিগুড়ির সার্বিক উন্নয়নে ব্যর্থ বামেরা। এবারে তাই শিলিগুড়িবাসী ঠিক করেছে বোর্ড উপহার দেবে তৃণমূলকেই কেন না আমরা ক্ষমতায় এলেই সার্বিক উন্নয়ন হবে।’’
advertisement
পার্থ প্রতিম সরকার
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Election Campaign: শেষ রবিবারের ভোট প্রচারে জমজমাট শিলিগুড়ি, বোর্ড দখলে আশাবাদী তিন শিবিরই
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement