সীমান্ত এলাকায় এ কোন দেশের মদ! বাংলায় ঢুকছে 'অন্য' অ্যালকোহল! বড় বিপদ

Last Updated:

হাইওয়েতে দীর্ঘদিন কোন পণ্যবাহী গাড়ি বা বাস দাঁড়িয়ে থাকলে খবর দিন থানা অথবা আবগারি দফতরে। এমনই আবেদন রাখছেন আবগারি দফতরের আধিকারিকরা।

+
বাজেয়াপ্ত

বাজেয়াপ্ত ভুটানের মদ

আলিপুরদুয়ার: হাইওয়েতে দীর্ঘদিন কোনও পণ্যবাহী গাড়ি বা বাস দাঁড়িয়ে থাকলে খবর দিন থানা অথবা আবগারি দফতরে। এমনই আবেদন রাখছেন আবগারি দফতরের আধিকারিকরা। কারণ এই গাড়িগুলি উপলক্ষ মাত্র এভাবেই বাংলায় প্রবেশ করছে ভুটানের মদ।
ভুটান সীমান্ত দিয়ে ঘেরা আলিপুরদুয়ার জেলা।এই জেলার বীরপাড়া, জয়গাঁ, কুমারগ্রাম এলাকাতে রয়েছে ভুটান সীমান্ত। বিশেষ করে জয়গাঁ এলাকাতে রয়েছে অনেকগুলি ওপেন বর্ডার। যার ফলে খুব সহজে ভুটানের মদ প্রবেশ করছে বাংলায় বলে জানালেন আলিপুরদুয়ার আবগারি আধিকারিক।
আরও পড়ুন- হাওড়া থেকে উত্তরবঙ্গের এই জেলায় ট্রেন, নতুন কোচে আরামসে যাবে সওয়ারি
ভুটানে পেট্রোলের দাম কম, গাড়িতে পেট্রোল ভরানোর নাম করে ভুটান গেট দিয়ে গাড়ি প্রবেশ করিয়ে অবৈধ উপায়ে ভুটান মদ আসছে বাংলায়।পণ্যবাহী গাড়িগুলি বেশি এই কাজে যুক্ত। অবৈধ উপায়ে ভুটানের মদ বাংলায় ঢুকিয়ে তা চড়া দামে বিক্রি করার ছক কষে নিয়েছে অনেক ব্যবসায়ী। ভুটানের মদ এইসব ব্যবসায়ীদের কাছে এনে দিতে পারলে মোটা অংকের টাকা পান পণ্যবাহী গাড়ির চালকরা।ভুটানি মদ সবচেয়ে বেশি প্রবেশের রেকর্ড রয়েছে জয়গাঁর ভুটান সীমান্ত দিয়ে।
advertisement
advertisement
গত দুসপ্তাহে আবগারি দফতরের অভিযানে মোট ২ কোটি টাকার ভুটানি মদ উদ্ধার করেছে আবগারি দফতর। প্রথমটি উদ্ধার হয় নিমতি হাইওয়ে থেকে। সেখানেই দেড় কোটি টাকার ভুটানি মদ উদ্ধার হয়। এরপর জয়গাঁর এক ব্যবসায়ীর কারখানা থেকে দু লক্ষ টাকার ভুটানি মদ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে নবম শ্রেণির ছাত্রীর দেহ, ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের
আলিপুরদুয়ার আবগারি দফতরের সুপারিন্টেনডেন্ট উগেন সেওয়াঙ ফোনের মাধ্যমে জানান, ” অবৈধ ভুটানের মদের বিরুদ্ধে আমাদের আধিকারিক কর্মীরা অভিযান চালাচ্ছে। তবে সজাগ থাকতে বলব সব এলাকার বাসিন্দাদের। সন্দেহভাজন কিছু দেখলে খবর দিতে হবে আমাদের। “
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সীমান্ত এলাকায় এ কোন দেশের মদ! বাংলায় ঢুকছে 'অন্য' অ্যালকোহল! বড় বিপদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement