Bangladesh Protest: আগুন জ্বলছে ওপারে, বিপর্যস্ত মেডিক্যাল পড়ুয়ারা ফিরছে ঘরে! মহদিপুরে কী এমন ঘটছে?

Last Updated:

Bangladesh Protest: কাতারে কাতারে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, বাংলাদেশে কার্ফু জারি, বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়।

+
স্থলবন্দরে

স্থলবন্দরে ভারতীয় পড়ুয়ারা

মালদহ: আতঙ্কে বাংলাদেশ ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা। অধিকাংশ পড়ুয়া বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে পাঠরত। শুধুমাত্র ভারতবর্ষ নয়, নেপাল ও ভুটানের পড়ুয়ারাও বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করছেন। মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে গত তিন থেকে চার দিনে প্রায় ৮০০ পড়ুয়া দেশে ফিরেছেন।
এছাড়াও নেপাল ও ভুটানের কিছু পড়ুয়া মহদিপুর স্থলবন্দর হয়ে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে ফেরৎ আসা পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পড়ুয়াদের সুবিধার জন্য রাত প্রায় আটটা পর্যন্ত খোলা রাখা হচ্ছে বন্দর থেকে ইমিগ্রেশন। ভারতের কাশ্মীর, ঝাড়খণ্ড, অসম ও পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সংখ্যা সব থেকে বেশি‌। ছাত্র আন্দোলনে তোলপাড় বাংলাদেশে।
advertisement
আরও পড়ুন: আধার কার্ড নম্বর এক হওয়ায় খুবই সমস্যায় জয়শ্রী-বনশ্রী, এবার কী হবে? বিরাট কাণ্ড
দেশের অভ্যন্তর উত্তাল হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। বাংলাদেশের বিভিন্ন কলেজ হস্টেলে আটকে পড়েছিলেন ভারতীয় মেডিকেল পড়ুয়ারা। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের দেশে ফেরত আনার সুব্যবস্থা করা হয়। বাংলাদেশ ফেরত ভারতীয় পড়ুয়া মহম্মদ হুসেন বলেন, গত কয়েকদিন ধরে আমাদের কলেজ বন্ধ। বাংলাদেশে আন্দোলন চললেও আমাদের ভারতীয় পড়ুয়াদের ওপর কোনো রকম কোনো প্রভাব পড়েনি। সেখানকার পুলিশের পক্ষ থেকে আমাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রাবণ সোমবারের উপোস রাখবেন? মেনে চলুন এই বিশেষ রীতি, কোন খাবার ভুলেও ছোঁবেন না জানুন
গত কয়েকদিন ধরে বাংলাদেশ সরকার ও ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আটকে থাকা ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। বাসে করে তাদেরকে নিকটবর্তী বিভিন্ন স্থলবন্দরগুলিতে পৌঁছে দেওয়া হয়। তবে মালদহের মহদিপুর স্থল বন্দর দিয়ে সবচেয়ে বেশি পড়ুয়া দেশে ফিরছেন। কারণ এই বন্দরের অপরদিকে বাংলাদেশের জেলাগুলির পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক। তাই এই বন্দর দিয়েই অধিকাংশ ছাত্রদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। মহদিপুর স্থলবন্দরের আধিকারিক দেশদুলাল চট্টোপাধ্যায় বলেন, ‘গত কয়েকদিনে প্রায় ৮০০ মেডিক্যাল পড়ুয়া ভারতে এসেছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল ভুটানের বউ ছাত্র-ছাত্রী আসছেন। মহদিপুর স্থলবন্দরে আমরা সব রকম ব্যবস্থা করেছি।’
advertisement
ভারতে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মেডিক্যাল পড়ুয়ারা। যদিও আন্দোলনের আঁচ বা কোনও রকম সমস্যা হয়নি ছাত্র-ছাত্রীদের। বর্তমানে বাংলাদেশের অবস্থা প্রায় অচল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ হয়ে পড়েছে তাই ফিরে আসছেন ভারতবর্ষের ছাত্রছাত্রীরা। তবে পরিস্থিতি কবে ঠিক হবে এই বিষয়ে কারো সঠিক কিছু জানা নেই।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangladesh Protest: আগুন জ্বলছে ওপারে, বিপর্যস্ত মেডিক্যাল পড়ুয়ারা ফিরছে ঘরে! মহদিপুরে কী এমন ঘটছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement