Latest Bangla News: গঙ্গার ঘাটে হাঁটছিলেন মহিলা; আচমকা পুলিশ এসে তাঁর সঙ্গে থাকা ট্রলি খুলতেই এ কী কাণ্ড…অবাক প্রত্যক্ষদর্শীরা

Last Updated:

ধৃত মহিলার বাড়ি কোচবিহার, তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ২২ কেজি গাঁজা, পাচারের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল

থানার ছবি
থানার ছবি
মালদহ: ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গা ঘাটের দিকে হেঁটে যাচ্ছিলেন মহিলা। একটি নয়, দুই হাতে দুটি ট্রলি টেনে নিয়ে যাচ্ছিলেন। দুটি ট্রলি ভারি থাকায় টেনে নিয়ে যেতে সমস্যা হচ্ছিল মহিলার। যা দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ ওই মহিলাকে দাঁড় করিয়ে প্রশ্ন করে। কিন্তু মহিলার উত্তরে অসংগতি দেখা দেয়। সন্দেহ হয় পুলিশ ট্রলি দুটির তল্লাশি নেয়। ট্রলির চেন খুলতেই চক্ষু চড়ক গাছ হয় পুলিশের। জামা কাপড় বা অন্য কোন সামগ্রী নয়, ট্রলি ভর্তি রয়েছে প্যাকেট বন্দি গাঁজায়। মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা।
আরও পড়ুনঃ ৫ সমস‍্যার একটাই সমাধান! গরমে রোজ পাতে রাখুন শসা! কখন-কীভাবে খাবেন? জেনে নিন বিশেষজ্ঞের মত
পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মহিলার বাড়ি কোচবিহার জেলায়। দুটি ট্রলি নিয়ে মহিলা মালদহের মানিকচক গঙ্গা ফেরিঘাট দিয়ে ঝাড়খণ্ড থেকে আসছিল। কিন্তু পথেই মালদহ জেলা পুলিশের মানিকচক থানার পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার দুটি ট্রলি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২কেজি বেআইনি গাঁজা। চোরা বাজারে যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার নাম কল্যাণী সেন। বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকায়।
advertisement
advertisement
মহিলার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি ট্রলি ব্যাগ ভর্তি ২২ কেজি গাঁজা।মালদহ মানিকচক রাজ্য সড়কের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং চালানোর সময় এই মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ঝাড়খন্ড থেকে এই গাঁজা গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মালদহের ইংরেজবাজার ও কালিয়াচক থানা এলাকায় পাচার করার উদ্দেশ্য ছিল মহিলার। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে মালদহ জেলা আদালতের পেশ করে মানিকচক থানার পুলিশ। কোথা থেকে এই গাঁজা গুলি পাচার হচ্ছিল এর পেছনে আরও কোন চক্র রয়েছে কিনা। সেই সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Latest Bangla News: গঙ্গার ঘাটে হাঁটছিলেন মহিলা; আচমকা পুলিশ এসে তাঁর সঙ্গে থাকা ট্রলি খুলতেই এ কী কাণ্ড…অবাক প্রত্যক্ষদর্শীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement