Bangla News: সর্বনাশ! কে ঢুকল এলাকায়, কার পায়ের ছাপ! কোচবিহারে সন্ধে হতেই দরজা দিচ্ছে সকলে
- Reported by:
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: বেশ কিছু গবাদি পশুর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে ওই এলাকায়। তারপর থেকেই আরও বাড়ছে আতঙ্ক।
কোচবিহার: আবারও অজানা জন্তুর আতঙ্ক ছড়াল কোচবিহার শহর সংলগ্ন এলাকায়। স্থানীয় মানুষেরা এদিন বেশ কিছু পায়ের ছাপ দেখতে পারেন এলাকায় বিভিন্ন অংশে। এছাড়াও অজানা জন্তুর আক্রমণে বেশ কিছু গবাদি পশুর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে ওই এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দেওয়ানবস চড়কের কুঠি এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন গোটা এলাকায় বাসিন্দারা। এই সমস্ত ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যায় কোচবিহারের বন দফতরের বেশ কিছু আধিকারিকেরা। তবে কোন জন্তুর খোঁজ পাওয়া যায়নি।
এলাকায় স্থানীয় এক বাসিন্দা বাবলু বর্মন জানান, “বেশ কিছুদিন ধরেই এলাকায় কোন অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পারছিলেন এলাকার মানুষেরা। তবে এদিন এলাকার বেশ কিছু গবাদি পশুর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। তখন এলাকার এক ব্যক্তি চিতা বাঘের মতন একটি প্রাণী দেখতে পারেন এলাকায়। তারপর থেকেই গোটা এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। তবে বন দফতরের কর্মীরা এলাকায় এসে কোন বাঘের চিহ্ন খুঁজে পাননি। তবে বন দফতরের কর্মীরা এলাকার মানুষকে সাবধানে থাকার নির্দেশ দিয়েছেন।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মানুষের তো কাজে ভুল হয়’, অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে করমণ্ডল দুর্ঘটনায় বিস্ফোরক দাবি রেলকর্তার!
আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের
কোচবিহার বন দফতর সূত্রে জানতে পারা যায়, “কোচবিহারের দেওয়ানবস চড়কের কুঠি এলাকায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় মানুষেরা অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পারছিলেন। তবে এদিন বেশকিছু গবাদি পশুর আক্রান্ত হওয়ার খবর আসে বন দফতরের কাছে। স্থানীয় মানুষেরা বাঘ দেখার দাবি করেছিলেন। তখন বন দফতরের একটি দল সেখানে গিয়ে গোট এলাকা ক্ষতিয়ে দেখে। তবে কোন বাঘের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি এলাকায়। তবে বন দফতরের পক্ষ গেলে স্থানীয় বাসিন্দাদের সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেকোন বিষয়ে সরাসরি বন দফতরের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 8:26 PM IST








