Bangla News: প্রেমিক-প্রেমিকাদের জন্য স্বর্গরাজ্য, শীতের দুপুরে নির্জনে প্রেমে ডুবে থাকা যায় এই পার্কে! সঙ্গে মিলবে...
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Bangla News: এই পার্ক দীর্ঘ সময় ধরে বহু পর্যটকদের আকর্ষণের জায়গা। জেলার অন্যতম হেরিটেজ পার্ক হওয়ার কারণে এখানে প্রায়শই বাইরের বহু পর্যটক ঘুরতে আসেন।
কোচবিহার: শীতের মরসুমে বেশিরভাগ মানুষ ঘুরতে যেতে পছন্দ করেন। জেলা কোচবিহারের রাজ আমলে স্থাপিত এই হেরিটেজ পার্ক। শীতের মরসুমে ছুটি কাটাতে অনেকেই তাই আসছেন এখানে। বড়রা থেকে বাচ্চারা সকলেই পার্কে এসে আনন্দে মেতে উঠেছেন। জেলার এই পার্ক দীর্ঘ সময় ধরে বহু পর্যটকদের আকর্ষণের জায়গা।
জেলার অন্যতম হেরিটেজ পার্ক হওয়ার কারণে এখানে প্রায়শই বাইরের বহু পর্যটক ঘুরতে আসেন। দীর্ঘ সময়ের পুরোনো এই পার্ক হওয়ার কারণে এখানে একটি পুরোনো জিনিসের মিউজিয়াম তৈরি করা হয়েছে।
পার্কে সপরিবারে ঘুরতে আসা মহিলা সাবিত্রী মল্লিক জানান, “দীর্ঘ সময় ধরে এই পার্ক বাচ্চাদের কাছে অনেকটাই আকর্ষণ সৃষ্টি করে। এই পার্কে বাচ্চাদের জন্য অনেক খেলনা রয়েছে। এছাড়াও রয়েছে টয় ট্রেন। তাই বাচ্চারা এই পার্কে এলে অনেকটাই আনন্দে সময় কাটাতে পারে।” কাপলরাও ঘুরতে গিয়ে দারুণ সময় কাটাতে পারবেন এই পার্কে।
advertisement
advertisement
আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে গ্লো করবে মুখ! রইল সিক্রেট টিপস
পার্কে আসা আরেক পর্যটক রবিন নাথ জানান, “তিনি তাঁর ছোট্ট মেয়েকে নিয়ে এসেছেন এখানে ঘুরতে। বাচ্চারা সারাদিন বাড়িতে খোলা পরিবেশ পায় না। তাই পার্কে আসলে বাচ্চারা অনেকটাই আনন্দ করতে পারে। এছাড়া এই জায়গাটিতে বহু খেলনা রয়েছে, তাই বাচ্চারা শারীরিক কসরত করার সুযোগ পায় এই পার্কে এলে।”
advertisement
আরও পড়ুন: ঘুম থেকে উঠে হঠাৎ এক চোখে ঝাপসা দেখছেন? চোখেও স্ট্রোক হয়, কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
পার্কে ঘুরতে আসা বাইরের এক পর্যটক পিন্টু বন জানান, “শীতের সময় পার্কে আসলে বেশ অনেকটাই আনন্দ করতে পারে বাচ্চারা। এছাড়া বড়দের জন্য এখানের প্রাকৃতিক সৌন্দর্য বেশ অনেকটাই মুগ্ধ করে। তাই দীর্ঘ সময় ধরে এই পার্ক বহু মানুষকে আকর্ষণ করছে। এই পার্কে ৫ থেকে ১২ বছর পর্যন্ত বয়সীদের প্রবেশ মূল্য ১০ টাকা। এরপর থেকে বাকি সব বয়সীদের জন্য প্রবেশ মূল্য ২০ টাকা। এছাড়া বিশেষ বিশেষ কিছু খেলনা ব্যবহারে কিছু টাকা দিতে হয়। তবে সেটিও খুব একটা বেশি নয়।”
advertisement
জেলার এই পার্কে বর্তমানের এই শীতের সময় বেশ অনেকটাই ভিড় হচ্ছে পর্যটকদের। বহু মানুষ দূর-দূরান্ত থেকে আসছেন এই পার্কে ঘুরতে। বর্তমানে ছুটির দিন গুলিতে পর্যটকদের মাত্র বেড়ে ওঠে বেশ অনেকটাই।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 5:50 PM IST