Bangla News: নলকূপের পাইপ বসাতে গিয়ে শেষ পরপর তিনজন! আতঙ্ক গোটা এলাকায়
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Bangla News: জেলা কোচবিহারের মাথাভাঙা মহকুমার অন্তর্গত শীতলকুচি ব্লক। সোমবার এখানের পশ্চিম শীতলকুচি গ্রামে নলকূপের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল। তবে নলকূপের পাইপ বসাতে গিয়ে ঘটল বড়সড় বিপত্তি।
শীতলকুচি: জেলা কোচবিহারের মাথাভাঙা মহকুমার অন্তর্গত শীতলকুচি ব্লক। সোমবার এখানের পশ্চিম শীতলকুচি গ্রামে নলকূপের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল। তবে নলকূপের পাইপ বসাতে গিয়ে ঘটল বড়সড় বিপত্তি। পাইপ বসানোর কাজ করতে গিয়ে মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী সকলকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তিনজনের।
আরও পড়ুনঃ ‘রাতের পর রাত শাহিদ…‘ অবশেষে সামনে এল শাহিদ-কারিনার বিচ্ছেদের আসল কারণ! চমকে উঠে ‘সত্য’
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এলাকার এক স্থানীয় পরিমল বর্মনের তামাক খেতের পাশে নলকূপ বসানোর কাজ করা হচ্ছিল। কাজ করছিলেন যশো মিয়াঁ, সহিদুল মিয়াঁ ও আজিজার রহমান নামে তিন ব্যক্তি। কাজ করার সময় হঠাৎ নলকূপের পাইপটি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারে লেগে যায়। সেইসময় পাইপটি ধরেছিলেন যশো মিয়াঁ ও সহিদুল মিয়াঁ। মুহুর্তে ওই ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা দু’জন। তাঁদের বাঁচাতে কাচা বাঁশ দিয়ে আঘাত করতে যান আজিজার রহমান। আঘাত করতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা সম্ভব হয়নি ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
advertisement
advertisement
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো এবং পুলিশ বাহিনী। তারপর পুলিশ দেহ তিনটি উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। শীতলকুচি থানার সূত্রে জানতে পারা গিয়েছে, “শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দেহগুলি মাথাভাঙা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে দেওয়া হবে।” তবে নলকূপের কাজ করতে গিয়ে এভাবে আচমকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 7:25 PM IST

