Bangla News: রেল লাইনের উপর লাল কাপড়ে জড়ানো সদ্যোজাত, সামনে যেতেই ভয়াবহ দৃশ্য! মালদহে চাঞ্চল্য
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিক্যাল কলেজ-সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই এমন কাণ্ড ঘটানো হয়েছে।
মালদহ, জিএম মোমিন: মালদহের রেল লাইনের উপর সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রেললাইন পার হওয়ার সময় স্থানীয়দের নজরে আসে লাল কাপড়ে জড়ানো কিছু একটা। তারপর সেই কাপড় সরাতেই চোখ কপালে ওঠে স্থানীয়দের।
রেল লাইনের উপর সেই লাল কাপড়ে জড়ানো রয়েছে সদ্যোজাতের দেহ। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
আরও পড়ুন: মুহূর্তে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে বাংলার ৭ জেলা! আবহাওয়ার বড় আপডেট
স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিক্যাল কলেজ-সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে।স্থানীয় এক বাসিন্দা অভিরাম সূত্রধর জানান, রেললাইন পার হওয়ার সময় পাশেই একটি লাল কাপড় দেখতে পায়। তার পাশেই পড়েছিল একটি ব্যাগ।
advertisement
advertisement
এরপর স্থানীয় দোকানদারদের ডেকে এনে বিষয়টি জানায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাদের অনুমান সদ্যোজাত মারা যাওয়ার পর কেউ বা কারা এইভাবে ফেলে গিয়েছে। পাশেই জেলা হাসপাতাল এবং নার্সিংহোম রয়েছে।
আরও পড়ুন: অনলাইন বা দূরশিক্ষায় ৫ বিষয় কোনওভাবেই পড়ানো যাবে না, ইউজিসির বড় নির্দেশিকা! ছাত্রছাত্রীরা জানুন
স্থানীয় এক বাসিন্দা দুর্গা পাল বলেন, “মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারত। এইভাবে ফেলাটা উচিত হয়নি। কুকুর বা কাকে দেহটি ঠুকরে খেতে পারে। আশপাশে হাসপাতাল নার্সিংহোম রয়েছে সেখান থেকে কেউ দেহটি এখানে ফেলেছে।” এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের আধিকারিকরা। এরপর দেহটি উদ্ধার করে নিয়ে নিয়ে যায় পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2025 2:11 PM IST







