#মালদহ: স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জের। স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। মালদহে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। চাঁচলের ঘটনায় চাঞ্চল্য। স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ভরদুপুরে মালদহের চাঁচল থানার কান্ডারণ এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছুরিকাহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু হয়। ঘটনার পরেই অভিযুক্ত স্বামী রাজেশ প্রামাণিক চাঁচল থানায় আত্মসমর্পণ করে। (Bangla News)
আরও পড়ুন: লা জবাব! নরেন্দ্র মোদির মাথায় কখনও জাপি-কখনও পাগড়ি, আপনি দেখেছেন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম গৃহবধূর নাম মীরা সিং প্রামানিক (৪২)। বাড়ি চাঁচলের কান্ডারনে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত। বুধবার দুপুরে তাঁদের অশান্তি চরমে ওঠে। মেজাজ হারিয়ে ধারালো চাকু দিয়ে স্ত্রীকে একাধিকবার কোপায় স্বামী রাজেশ। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লূটিয়ে পড়ে ওই গৃহবধূ। তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে সামসি হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন সাজা দিল NIA বিশেষ আদালত
আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন। তবে মালদা মেডিকেল এনেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে স্ত্রীকে খুন স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Maldah news