Bangla News: জুতোর ভিতর ওগুলো কী? মহিলার কাজ দেখে অবাক বিএসএফ, দেখুন কী কাণ্ড!

Last Updated:

Bangla News: চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার শ্রীরামপুর সীমান্ত এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দক্ষিণ দিনাজপুর: সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট পাচার করার সময় দুই ভারতীয় পাচারকারীকে আটক করল বিএসএফ।
চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার শ্রীরামপুর সীমান্ত এলাকায়। ভারতে সোনা পাচারের খবর পেয়ে তল্লাশি চালায় বিএসএফ। ঘটনায় এক মহিলার জুতো থেকে ১০টি সোনার বাট বা বিস্কুট উদ্ধার করে বিএসএফ৷
সোনা উদ্ধার সোনা উদ্ধার
advertisement
আরও পড়ুন: অলকা ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, কখনও শানু-কখনও উদিত! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা
বিএসএফ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিক ভারত-বাংলাদেশ সীমান্ত থাকায় কখনও নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের পাশাপাশি কখনও সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ। আবার কখনও সোনার বিস্কুট। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার শ্রীরামপুর সীমান্ত এলাকায় উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট।
advertisement
এই ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ। ধৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। জিজ্ঞাসাবাদ চলাকালীন মহিলা পাচারকারীর জুতোতে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট। এরপরেই তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ ৭০ হাজার টাকা। এদিন উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও ধৃতদের হিলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: জুতোর ভিতর ওগুলো কী? মহিলার কাজ দেখে অবাক বিএসএফ, দেখুন কী কাণ্ড!
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement