Bangla News: জুতোর ভিতর ওগুলো কী? মহিলার কাজ দেখে অবাক বিএসএফ, দেখুন কী কাণ্ড!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Bangla News: চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার শ্রীরামপুর সীমান্ত এলাকায়।
দক্ষিণ দিনাজপুর: সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট পাচার করার সময় দুই ভারতীয় পাচারকারীকে আটক করল বিএসএফ।
চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার শ্রীরামপুর সীমান্ত এলাকায়। ভারতে সোনা পাচারের খবর পেয়ে তল্লাশি চালায় বিএসএফ। ঘটনায় এক মহিলার জুতো থেকে ১০টি সোনার বাট বা বিস্কুট উদ্ধার করে বিএসএফ৷

advertisement
আরও পড়ুন: অলকা ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, কখনও শানু-কখনও উদিত! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা
বিএসএফ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিক ভারত-বাংলাদেশ সীমান্ত থাকায় কখনও নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের পাশাপাশি কখনও সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ। আবার কখনও সোনার বিস্কুট। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার শ্রীরামপুর সীমান্ত এলাকায় উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট।
advertisement
এই ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ। ধৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। জিজ্ঞাসাবাদ চলাকালীন মহিলা পাচারকারীর জুতোতে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট। এরপরেই তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ ৭০ হাজার টাকা। এদিন উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও ধৃতদের হিলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 2:38 PM IST