Bangla News: বিজেপির 'অপহরণ' অভিযোগ! জয়ী প্রার্থী জানালেন, 'আত্মীয়ের বাড়িতে আছি!'

Last Updated:

Bangla News: বেলাকোবা গ্রামপঞ্চায়েতের ২৯টি এর মধ্যে বিজেপি পেয়েছে ১৫টি আসন, ১২টি আসন পেয়েছে তৃণমূল, এছাড়াও ২জন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
শান্তনু কর, জলপাইগুড়ি: তাঁকে অপহরণ করা হয়নি। স্বইচ্ছায় পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে আছেন তিনি। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দাড়িয়ে স্পষ্ট স্বীকারোক্তি পদ্ম প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যর। গত ৩১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ১৮/২৫২ নং বুথের বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা রায়। তাঁকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে ছিল বিজেপির।
বেলাকোবা গ্রামপঞ্চায়েতের ২৯টি এর মধ্যে বিজেপি পেয়েছে ১৫টি আসন, ১২টি আসন পেয়েছে তৃণমূল, এছাড়াও ২জন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। বৃহস্পতিবার বোর্ড গঠন। বোর্ড দখল করতে তৃণমূলের এক প্রভাবশালী নেতা পূর্ণিমা দেবী ও তাঁর স্বামী অমর রায়কে অপহরণ করে বলে অভিযোগ বিজেপির।
advertisement
advertisement
এই নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণিমা দেবীর ছেলে রাহুল রায়। পুলিশ সদর্থক পদক্ষেপ না নেওয়ায় মামলা গড়ায় আদালতে। গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিশ্বরুপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আজ সকাল ১০:৩০ এর মধ্যে পুর্ণিমা রায়কে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
advertisement
নির্দিষ্ট সময়েই এদিন আদালতে হাজির হন পূর্ণিমা দেবী। বিচারপতিদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। অ্যাডিশনাল এডভোকেট জেনারেল জয়জীত চৌধুরী জানান, আজ আদালতে দাড়িয়ে পূর্নিমা দেবী জানিয়েছেন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। কেউ তাঁকে অপহরণ করেনি। মামলাকারীর পক্ষে আইনজীবী গোবিন্দ ঘোষ জানান, আদালত শুক্রবারের মধ্যে দুপক্ষকে হলফনামা জমা দিতে বলেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বিজেপির 'অপহরণ' অভিযোগ! জয়ী প্রার্থী জানালেন, 'আত্মীয়ের বাড়িতে আছি!'
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement