Bangla News: বিজেপির 'অপহরণ' অভিযোগ! জয়ী প্রার্থী জানালেন, 'আত্মীয়ের বাড়িতে আছি!'
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bangla News: বেলাকোবা গ্রামপঞ্চায়েতের ২৯টি এর মধ্যে বিজেপি পেয়েছে ১৫টি আসন, ১২টি আসন পেয়েছে তৃণমূল, এছাড়াও ২জন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন।
শান্তনু কর, জলপাইগুড়ি: তাঁকে অপহরণ করা হয়নি। স্বইচ্ছায় পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে আছেন তিনি। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দাড়িয়ে স্পষ্ট স্বীকারোক্তি পদ্ম প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যর। গত ৩১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ১৮/২৫২ নং বুথের বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা রায়। তাঁকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে ছিল বিজেপির।
বেলাকোবা গ্রামপঞ্চায়েতের ২৯টি এর মধ্যে বিজেপি পেয়েছে ১৫টি আসন, ১২টি আসন পেয়েছে তৃণমূল, এছাড়াও ২জন নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। বৃহস্পতিবার বোর্ড গঠন। বোর্ড দখল করতে তৃণমূলের এক প্রভাবশালী নেতা পূর্ণিমা দেবী ও তাঁর স্বামী অমর রায়কে অপহরণ করে বলে অভিযোগ বিজেপির।
advertisement
advertisement
এই নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণিমা দেবীর ছেলে রাহুল রায়। পুলিশ সদর্থক পদক্ষেপ না নেওয়ায় মামলা গড়ায় আদালতে। গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিশ্বরুপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ আজ সকাল ১০:৩০ এর মধ্যে পুর্ণিমা রায়কে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
advertisement
নির্দিষ্ট সময়েই এদিন আদালতে হাজির হন পূর্ণিমা দেবী। বিচারপতিদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। অ্যাডিশনাল এডভোকেট জেনারেল জয়জীত চৌধুরী জানান, আজ আদালতে দাড়িয়ে পূর্নিমা দেবী জানিয়েছেন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। কেউ তাঁকে অপহরণ করেনি। মামলাকারীর পক্ষে আইনজীবী গোবিন্দ ঘোষ জানান, আদালত শুক্রবারের মধ্যে দুপক্ষকে হলফনামা জমা দিতে বলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 1:14 PM IST