Kolkata Metro Rail : শিয়ালদহ মেট্রো চালু হওয়ায় গ্রিন লাইনে যাত্রী বৃদ্ধি ৪৩৬%, কলকাতা মেট্রোর সাফল্য!

Last Updated:

Kolkata Metro Rail : শিয়ালদহ থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা থেকে সল্টলেকের মধ্যে দ্রুততম এবং সবথেকে সুলভ পরিবহন মাধ্যম হওয়ার কারণেই যাত্রীরা ক্রমশই ইস্ট-ওয়েস্ট মেট্রোকে বেছে নিচ্ছেন।

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (গ্রিন লাইন ) যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (গ্রিন লাইন ) যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি
কলকাতা: যাত্রীদের মধ্যে ক্রমশই জনপ্রিয় হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (গ্রিন লাইন)। বর্তমানে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চালু এই মেট্রোয় চড়ে শহর ও শহরতলির যাত্রীরা খুব সহজে ও নিরুপদ্রবে শিয়ালদহ থেকে সল্টলেকের যে কোনও অংশে যাতায়াত করতে পারছেন। এই নির্ঝঞ্ঝাট যাত্রায় তাঁদের সময়ও বাঁচছে অনেক, যা এই মেট্রোর বিপুল জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ।  চলতি আর্থিক বছরের (২০২৩-২৪) প্রথম চার মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা গত আর্থিক বছরের (২০২২-২৩) প্রথম চার মাসের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো ০১/০৪/২০২৩ থেকে ৩১/০৭/২০২৩ পর্যন্ত মোট ৩৬.৯৭ লক্ষ যাত্রী পরিবহন করেছে। গত বছরের একই সময়কালে এই মেট্রো ৬.৮৯ লক্ষ যাত্রী পরিবহন করেছিল। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৩৬%। ২০২৩ সালের জুন ও জুলাই মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছে যথাক্রমে ৯.১৬ লক্ষ ও ১০.০৯ লক্ষ। ২০২২ সালের জুন ও জুলাইতে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ও ৫.৩ লক্ষ। অর্থাৎ চলতি বর্ষার প্রথম দু’মাসে ইস্ট-ওয়েস্টে যাত্রী বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে উল্লেখ্য, গত ১৪/০৭/২০২২ তারিখ থেকে শিয়ালদহ থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা থেকে সল্টলেকের মধ্যে দ্রুততম এবং সবথেকে সুলভ পরিবহন মাধ্যম হওয়ার কারণেই যাত্রীরা ক্রমশই ইস্ট-ওয়েস্ট মেট্রোকে বেছে নিচ্ছেন।
advertisement
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র যাত্রীদের মেট্রো রেলওয়ের ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail : শিয়ালদহ মেট্রো চালু হওয়ায় গ্রিন লাইনে যাত্রী বৃদ্ধি ৪৩৬%, কলকাতা মেট্রোর সাফল্য!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement