North Bengal News: সুইৎজারল্যান্ড জয় করে ঘরে ফিরল কালিম্পংয়ের ব্যাণ্ড মাস্টারেরা, রাজকীয় অভ্যর্থনা পাহাড়ে
- Published by:Uddalak B
Last Updated:
North Bengal News: বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে কালিম্পংয়ে পৌঁছনোর মাঝে একাধিক জায়গায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। ওদের গাড়ি যখন শহরে ঢোকার মুখে তখন উৎসবের মেজাজ।
#কালিম্পং: সুইৎজারল্যাণ্ড জয় করে ঘরে ফিরলেন ওঁরা! কালিম্পংয়ের ব্যাণ্ড মাতিয়ে দিল বিশ্বকে! এই প্রথম। বিশ্বের অন্যতম বড় সামরিক ব্যাণ্ড কার্নিভালের আসর বসেছিল সুইৎজারল্য়ান্ডে। যেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে এল ওরা! ওরা মানে কালিম্পংয়ের কুমুদিনী হোমস হায়ার সেকেণ্ডারির ২০ জন ব্যাণ্ড মাস্টার! ১৪ থেকে ২১ জুলাই আসর বসেছিল সুইৎজারল্যাণ্ডে। যার নাম বাসেল ট্যাটু। সেখানে নিজেদের সেরাটা মেলে ধরে দেশের সুনাম অর্জন করে ফিরে এসছে ঘরে। আর তাই তাদের বরণ করে নিতে কালিম্পংয়ে ছিল রাজকীয় আয়োজন।
বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে কালিম্পংয়ে পৌঁছনোর মাঝে একাধিক জায়গায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। ওদের গাড়ি যখন শহরে ঢোকার মুখে তখন উৎসবের মেজাজ। রাস্তার দু'ধারে জনতা। উড়ছে জাতীয় পতাকা এবং স্কুলের ফ্ল্যাগও। ব্যাণ্ডের তালেই ব্যাণ্ড মাস্টারদের বরণ! বিশ্বজয় করে ফিরেছে যে! ওদের ঘিরে উন্মাদনা, উচ্ছ্বাসের বাঁধভাঙা জোয়ার! কালিম্পংয়ের রাস্তায় জনজোয়ার! গোটা জেলা যেন ভেঙে পড়েছে ওদের দেখতে। এক'দিন নজর পড়েছিল টিভির পর্দায়। থাকবেই না বা কেন! এই প্রথম দেশ থেকে এই ধরনের কার্নিভালে অংশগ্রহণ! এই ধরনের আসরে মার্চিং ব্যাণ্ড এবং নির্ভুল ড্রিলস মেলে ধরতে হয়। সব ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়ে এসছে পাহাড়ি পড়ুয়ারা। ১৯৪০ সাল থেকেই স্কুলে পাইপ এবং ড্রামস ব্যাণ্ড শুরু হয়। অবশেষে বিশ্বের মঞ্চে ডাক। তার পর সেরাটা তুলে ধরে ফিরে আসা! অসামান্য পারফর্মেন্স বললেও কম বলা হবে!
advertisement
অথচ ওদের যাওয়ার পথে শুরুতেই হোঁচট খেতে হিয়। বিমান বিভ্রাটের জেরে ১০ জুলাই আটকে পড়ে বাগডোগরা বিমানবন্দরে। ভেঙে পড়েছিলেন স্কুলের সকলে। দার্জিলিংয়ের সাংসদের উদ্যোগে ১১ জুলাই রওনা হন। আজ খুশী ওদের মেন্টর প্রিয়দর্শি লামাও। স্কুলের মেন্টর জানান, বেশ কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। যা আগামীতে কাজে লাগবে। কুমুদিনীর ব্যাণ্ড মাস্টারদের শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা, জিটিএর চেয়ারম্যান অনীত থাপা সহ অন্যরা।
advertisement
advertisement
পার্থপ্রতিম সরকার ও মণি লামা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2022 10:39 PM IST