প্রতিবন্ধী ছেলের দু'চোখ ভরা স্বপ্নপূরণে হিমশিম খাচ্ছে পরিবার! মানুষের সাহায্যের পথ চেয়ে দৃষ্টিহীন শুভজিৎ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Balurghat News: দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলির ১৯ বছরের শুভজিৎ চৌধুরী দুই চোখেই দৃষ্টি সমস্যায় ভুগছেন। প্রতিবন্ধকতাকে জয় করেও আজ তাঁর স্বপ্নপূরণের পথে বড় বাধা আর্থিক সঙ্কট। এখন তার একমাত্র ভরসা, মানুষের সহযোগিতা।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, অনুপ সান্যাল: প্রতিবন্ধকতাকে জয় করেও আজ স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সঙ্কট। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলির ১৯ বছরের শুভজিৎ চৌধুরী দুই চোখেই দৃষ্টি সমস্যায় ভুগছেন। এক চোখ পুরোপুরি অন্ধ। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজের লড়াই চালিয়ে গিয়েছেন তিনি।
ছোট থেকেই তাকে শুনতে হয়েছে নানা কটূকথা। কিন্তু সেই কথাগুলোই তাকে আরও দৃঢ় করেছে নিজের লক্ষ্য পূরণের পথে। ২০২২ সাল থেকে শুভজিৎ দৌড়ের জগতে নাম লেখান। ১৫০০ এবং ৫০০০ মিটার দৌড়ে একের পর এক সাফল্য আসে তার ঝুলিতে। ১৫০০ মিটারে রাজ্যস্তরে স্বর্ণপদক জিতেছেন তিনি। ২০২৫ সালে চেন্নাইয়ে ন্যাশনাল প্যারা এথলেটিক্সে দুটি বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছেন শুভজিৎ। ২০২৩ সালের খেলো ইন্ডিয়াতে চতুর্থ স্থান অর্জন করেন তিনি। সব মিলিয়ে শুভজিৎ আজ দক্ষিণ দিনাজপুরের গর্ব।
advertisement
আরও পড়ুনঃ দুর্যোগের সাতদিন পরেও বাড়ি ফেরা হচ্ছে না, দুর্গতদের ঠাঁই তাঁবুতেই! আর কত দিন…! কী অবস্থায় জলঢাকা পাড়ের গ্রামগুলো?
কিন্তু এখন তাঁর চলার পথে বড় বাধা অর্থের অভাব। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, পুষ্টিকর খাবার ও ট্রেনিংয়ের খরচ জোগাতে পারছে না পরিবার। বাবা একটি ছোট হোটেল চালান। সংসার টানাটানিতেই চলে। তবুও হাল ছাড়েননি শুভজিৎ। তার স্বপ্ন, একদিন দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে দৌড়ে ভারতের নাম উজ্জ্বল করবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে চোরের উপদ্রপ, চুরি রুখতে দারুণ ফন্দি! গ্রামের কৃষক যা বুদ্ধি খাটালেন বাপ বাপ বলে পালাবে চোর
খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন শুভজিৎ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন তিনি। এখন তার একমাত্র ভরসা, মানুষের সহযোগিতা। কেউ এগিয়ে এলে হয়তো পূরণ হবে সীমান্ত শহরের এই তরুণ দৌড়বিদের স্বপ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
October 12, 2025 11:34 AM IST