South Dinajpur News: পোর্তুগালের লিসবনে পরিবেশ নিয়ে গবেষণাপত্র পাঠের সুযোগ, নজির গড়লেন প্রলয়
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
পর্তুগালের লিসবনে আগামী ২৫-২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্মেলনে-এ গবেষণাপত্র “ইকো: এ কালচারাল ক্রিটিক অব ইন্ডিয়াজ এনার্জি পলিসি” বিষয়ে পত্র পাঠের সুযোগ মিলল দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের বাসিন্দা প্রলয় কুমার সূত্রধরের।
দক্ষিণ দিনাজপুর: পর্তুগালের লিসবনে পরিবেশ গবেষণা পত্র পাঠের আমন্ত্রণ পাওয়ার সুযোগ পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের বাসিন্দা প্রলয় কুমার সূত্রধর। বিদেশের মাটিতে গবেষণা পত্র পাঠের বিষয়টি জানাজানি হতেই খুশির হাওয়া জেলাজুড়ে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অন্যান্য আধুনিক ইউরোপীয় ভাষা বিভাগের একজন গবেষক হিসেবে আগামী ২৫-২৭ সেপ্টেম্বর পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে-এ গবেষণাপত্র “ইকো: এ কালচারাল ক্রিটিক অব ইন্ডিয়াজ এনার্জি পলিসি” উপস্থাপন করবেন তিনি। পরিবেশ সংরক্ষণের ধারণাকে জনপ্রিয় করে পরিবেশের কাজকে উৎসাহ প্রদান করতেই এই উদ্যোগ।
প্রলয় কুমার সূত্রধরের বাড়ি পতিরাম সাহা পাড়ায়। তাঁর পড়াশোনা পতিরাম উচ্চ বিদ্যালয় এবং পতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল মহাবিদ্যালয়ে। এরপর স্নাতকস্তরে পড়বার জন্য তিনি যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে গবেষণা করছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই মিলেছে পর্তুগালের লিসবনে পরিবেশ গবেষণা পত্র পাঠের সুযোগ। এই সম্মেলনের আয়োজন করেছে নোভা ইউনিভার্সিটি অব লিসবনের স্কুল অব সোস্যাল সায়েন্সেস এণ্ড হিউম্যানিটিজ।এ বিষয়ে গবেষক প্রলয় কুমার সূত্রধর জানান, “এই গবেষণার মাধ্যমে তিনি উত্তর ও দক্ষিণ গোলার্ধের মাঝে পরিবেশ ভাবনার পার্থক্য, রাজনৈতিক চাপ এবং সাংস্কৃতিক প্রতিধ্বনির মধ্যকার সম্পর্ককে অন্বেষণ করবেন।”
advertisement
advertisement
এই গবেষণার মূল ক্ষেত্র হল এনার্জি হিউম্যানিটিজ। যা এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ র একটি নবীন অথচ ক্রমবর্ধমান শাখা। এই গবেষণায় অনুসন্ধান করা হয়েছে সাহিত্য, চলচ্চিত্র, ও অন্যান্য সাংস্কৃতিক পাঠ্য ভারতের শক্তি নীতিকে শুধু ভাষ্যরূপেই উপস্থাপন করে না, বরং নৈতিক ও নীতিগত দিক থেকে তা মূল্যায়নের একটি কৌশলগত পদ্ধতি হিসেবেও কাজ করতে পারে। পরিবেশ সংরক্ষণের ধারণাকে জনপ্রিয় করতে পরিবেশের কাজকে উৎসাহ প্রদান করতে এই উদ্যোগ। এতে অন্যান্যরাও পরিবেশ গবেষণায় আগ্রহী হবে বলে আশাবাদী প্রলয়বাবু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 2:53 PM IST