North Dinajpur News: কালী পুজোয় আসল জবার অভাব মেটাবে কৃত্রিম জবা! দেখে নিন তৈরির পদ্ধতি

Last Updated:

প্লাস্টিক কিংবা কাপড় দিয়ে ফুল তৈরি করে তাতে পাতা, স্টিক, সুতো সব দিয়ে এই ফুলের মালা তৈরি করেন সুভাষগঞ্জ ও কাঞ্চনপল্লীর শ’দুয়েক পরিবার।

+
কৃত্রিম

কৃত্রিম জবা ফুলের মালা

উত্তর দিনাজপুর: আর কয়েকদিন পরেই কালীপুজো। আর কালীপুজো মানেই লাল টকটকে জবার মালা। এদিকে প্রাকৃতিক ভাবে জবার মালা উৎপাদনে দেখা যায় ঘাটতি। ভিলেন হয়ে দাঁড়ায় আবহাওয়া। তাই কালী পুজোর আগে মা কালীর আরাধনায় আসল জবার চাহিদা মেটাচ্ছে এবারে কৃত্রিম জবা।
এই কালীপুজোর আগেই তৈরি হচ্ছে প্লাস্টিক কিংবা কাপড়ের বিভিন্ন ধরনের জবার মালা। আর এই প্লাস্টিক কিংবা কাপড়ের তৈরী লাল জবার মালা তৈরিতে ব্যস্ততা তুঙ্গে রায়গঞ্জের সুভাষগঞ্জ, কাঞ্চনপল্লীর বিভিন্ন পরিবারে। দিনরাত এক করে হাজার-হাজার লাল জবার মালা তৈরি করে চলছেন সুভাষগঞ্জের প্রতিটি পরিবার। প্লাস্টিক কিংবা কাপড় দিয়ে ফুল তৈরি করে, তাতে পাতা, স্টিক, সুতো সব দিয়ে এই ফুলের মালা তৈরি করেন সুভাষগঞ্জ ও কাঞ্চনপল্লীর শ’দুয়েক পরিবার।
advertisement
advertisement
আর কিছুদিন পরেই কালীপুজো তাই কাপড়, সুতো ও প্ল্যাস্টিক দিয়ে তৈরি সুদৃশ্য লাল জবার মালা তৈরীতে এখন চরম ব্যস্ত মালাকার শিল্পীদের। সারা বছর তেমন একটা এই মালার চাহিদা থাকে না। তবে কালীপুজোর আগে ভালই অর্ডার মেলে এই শিল্পীদের কাছে। জানা যায় এই কৃত্রিম জবার একটি মালাতে ১০৮ টা করে ফুল থাকে। আবার কোনটিতে ৫০ টি প্লাস্টিক কিংবা কাপড়ের ফুল থাকে। যেগুলোর দাম ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: কালী পুজোয় আসল জবার অভাব মেটাবে কৃত্রিম জবা! দেখে নিন তৈরির পদ্ধতি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement