Maa Boyra Kali: বয়রা গাছের নিচে যুগ যুগ ধরে পুজো হয় বয়রা কালীর! দেখে নিন কেমন চলছে প্রস্তুতি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে অন্যতম উত্তর দিনাজপু্রের কালিয়াগঞ্জের মা বয়রা কালী বাড়ির পুজো। যে কালী পুজোয় দুরদুরান্ত থেকে ভক্তদের ভিড় জমতে দেখা যায়।
উত্তর দিনাজপুর: উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে আজও উজ্জ্বল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মা বয়রা কালী বাড়ির পুজো। আরম্বর নয় ভক্তি এবং নিয়মনিষ্ঠা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।
এই পুজোর টানেই দূর দুরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এখানে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে অবস্থিত বয়রা কালী বাড়ির পুজো। এই কালীপুজোর বয়স কত তার হিসেব অজানা সকলের। মন্দিরের পাশেই রয়েছে শ্রীমতি নদী। নদীর পাশেই একটি বেদীতে বয়রা গাছের নিচে এই পুজোর সূচনা হয়।পরবর্তীতে ১৯৬২ সালে মন্দির তৈরি হয় যা বয়রা কালী মন্দির নামে বিখ্যাত।
advertisement
advertisement
আরও পড়ুন: হালকা ঠান্ডা পড়তেই গলা খুসখুস সর্দি-কাশি? অ্যান্টিবায়োটিক নয়, এই ঘরোয়া উপায়ে মোকাবিলা করুন
দীপাবলির রাতে বয়রা কালীবাড়ির পুজো কে ঘিরে রায়গঞ্জ কালিয়াগঞ্জ বালুঘাট থেকে বিভিন্ন মানুষের সমাগম ঘটে। মা বয়রার মূর্তি পুরোটাই অষ্ট ধাতু দ্বারা নির্মিত। দীপাবলীর রাতে দেবীর সারা অঙ্গ জুড়ে থাকে সোনার অলংকার। এই মায়ের পুজোতে বিভিন্ন রকম মাছ ও পাঁচ রকম সবজি মায়ের ভোগে দেওয়া হয়। প্রায় প্রতিদিনই বহু ভক্তরা ছুটে আসেন এই মন্দির দর্শনে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 7:23 PM IST
