Maa Boyra Kali: বয়রা গাছের নিচে যুগ যুগ ধরে পুজো হয় বয়রা কালীর! দেখে নিন কেমন চলছে প্রস্তুতি

Last Updated:

উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে অন্যতম উত্তর দিনাজপু্রের কালিয়াগঞ্জের মা বয়রা কালী বাড়ির পুজো। যে কালী পুজোয় দুরদুরান্ত থেকে ভক্তদের ভিড় জমতে দেখা যায়।

+
মা

মা বয়রা কালীর পুজো প্রস্তুতি

উত্তর দিনাজপুর: উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে আজও উজ্জ্বল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মা বয়রা কালী বাড়ির পুজো। আরম্বর নয় ভক্তি এবং নিয়মনিষ্ঠা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।
এই পুজোর টানেই দূর দুরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এখানে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে অবস্থিত বয়রা কালী বাড়ির পুজো। এই কালীপুজোর বয়স কত তার হিসেব অজানা সকলের। মন্দিরের পাশেই রয়েছে শ্রীমতি নদী। নদীর পাশেই একটি বেদীতে বয়রা গাছের নিচে এই পুজোর সূচনা হয়।পরবর্তীতে ১৯৬২ সালে মন্দির তৈরি হয় যা বয়রা কালী মন্দির নামে বিখ্যাত।
advertisement
advertisement
দীপাবলির রাতে বয়রা কালীবাড়ির পুজো কে ঘিরে রায়গঞ্জ কালিয়াগঞ্জ বালুঘাট থেকে বিভিন্ন মানুষের সমাগম ঘটে। মা বয়রার মূর্তি পুরোটাই অষ্ট ধাতু দ্বারা নির্মিত। দীপাবলীর রাতে দেবীর সারা অঙ্গ জুড়ে থাকে সোনার অলংকার। এই মায়ের পুজোতে বিভিন্ন রকম মাছ ও পাঁচ রকম সবজি মায়ের ভোগে দেওয়া হয়। প্রায় প্রতিদিনই বহু ভক্তরা ছুটে আসেন এই মন্দির দর্শনে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maa Boyra Kali: বয়রা গাছের নিচে যুগ যুগ ধরে পুজো হয় বয়রা কালীর! দেখে নিন কেমন চলছে প্রস্তুতি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement