Jalpaiguri News: চিনা আলোর বিরুদ্ধে লড়ছেন অনির্বাণ! তাঁর কাণ্ড জানলে থ হয়ে যাবেন

Last Updated:

জলপাইগুড়ির যুবক অনির্বাণের এই উদ্যোগের ফলে আর চড়া দামে কিনতে হবে না চিনা লাইট। বাজারে এখন টেক্কা দিচ্ছে অনির্বানের বানানো দেশীয় আলো

+
নিজেকে

নিজেকে আত্মনির্ভর করতেই তৈরি করছে এলইডি লাইট

জলপাইগুড়ি: ভিন দেশ কিংবা ভিন রাজ্যে নয়, নিজের দেশে নিজের রাজ্যেই ব্যবসা করে নিজ পায়ে দাঁড়াবেন নিজ ক্ষমতায়। এই লড়াইয়ে নেমেছে বাংলার ছেলে অনির্বাণ মজুমদার। বাজারে চিনা লাইটের রমরমা। এই চিনা লাইটের বিরুদ্ধেই লড়াই করছেন ধূপগুড়ির এই যুবক। উচ্চশিক্ষিত হয়েও চাকরি করা তাঁর ইচ্ছে নয়, চান আত্মনির্ভর হতে। তাঁর বানানো উন্নতমানের এলইডি লাইট চমকে দিয়েছে সকলকে। এ ‌যেন প্রধানমন্ত্রী ‘লোকাল ফর ভোকাল’-এর বাস্তব রূপায়ন।
জলপাইগুড়ির যুবক অনির্বাণের এই উদ্যোগের ফলে আর চড়া দামে কিনতে হবে না চিনা লাইট। বাজারে এখন টেক্কা দিচ্ছে অনির্বানের বানানো দেশীয় আলো। কিন্তু, এই ভাবনা এল কোথা থেকে? জানতে চাইলে উত্তরে অনির্বাণ জানান, বাড়িতে লাইটের দোকান খুলে বসেছিলেন তিনি। সেখানে বিভিন্ন চিনা লাইট চড়া দামে বিক্রি হতে দেখেই তাঁর মাথায় আসে এই লাইট এ দেশেই তৈরি করার। বাড়িতেই বিভিন্ন ধরনের মেশিন লাগিয়ে সিঙ্গেল লাইটকে টক্কর দিতে তৈরি করছে দেশীয় লাইট। সেই লাইট স্বল্পমূল্যেই পেয়ে যাচ্ছেন ক্রেতারা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
শুধু তাই নয়, অনির্বাণের মতে এই তাঁর এই উদ্যোগের ফলে পরিযায়ী শ্রমিকের সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। এখন তাঁর বানানো দেশীয় লাইটই স্বল্পমূল্যে বিকোচ্ছে দেদার। স্বল্পদামেই লাইট বিক্রি করে যেমন তিনি অর্থ উপার্জন করছেন তেমনই মানুষকেও কর্মসংস্থান দিচ্ছেন এই যুবক। মাত্র ৩০ টাকা দরে এলইডি লাইট পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে। নিজের হাতে তৈরি করা এই লাইট মানুষের ঘরে জ্বলতে দেখে বেজায় খুশি এই যুবক।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চিনা আলোর বিরুদ্ধে লড়ছেন অনির্বাণ! তাঁর কাণ্ড জানলে থ হয়ে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement