Dinhata Railway Station: ভোগান্তির শেষ নেই! অমৃত ভারত স্টেশন প্রকল্পই এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দিনহাটায়
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজে নেই গতি দিনহাটা স্টেশনে
দিনহাটা: কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মহকুমা দিনহাটা। আর এই মহকুমার শহরের দিনহাটা রেল স্টেশন নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায়। কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতাধীন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছিল রেল স্টেশনে। ভার্চুয়াল পদ্ধতিতে ২০২৩ সালের ৬ আগস্ট স্টেশনের পুনঃনির্মাণ কাজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তবে এখানেই শেষ নয়। দীর্ঘ প্রায় দুই বছর হতে চললেও কাজের কোন গতি দেখছেন না স্থানীয়রা। ধীর গতিতে কাজ চলার কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
দিনাহাটা শহরের স্থানীয় বাসিন্দা মনোজ দে জানান, “বর্তমান সময়ে মাত্র একটি দূরপাল্লার ট্রেন থামে এই স্টেশনে। স্টেশনের উন্নতি হলে কয়েকটি ট্রেন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া শহরের রেল স্টেশনের উন্নতি ঘটলে বহু মানুষের উপকার হবে। তবে কাজের গতি একেবারে নেই বললেই চলে। ফলে স্টেশন চত্বরের সামনে পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। স্টেশনের ভেতরে অর্ধনির্মিত অবস্থায় রয়েছে বেশ কিছু জায়গা। এই কারণেই এখনও ট্রেন সংখ্যা বাড়ানো হয়নি এই স্টেশনে। এছাড়া সমস্যা রয়েছে পার্কিংয়ের জায়গা নিয়েও। তাই সমস্যায় পড়তে হচ্ছে স্টেশনে আসা বহু মানুষের।”
advertisement
advertisement
দিনহাটা শহরের আরেক বাসিন্দা সন্তোষ সাহা জানান, “ট্রেন বাড়ানোর কথা শোনা গিয়েছিল কাজ শুরুর সময়। তবে কাজের গতি নেই, তাই ঢিলে গতিতে কাজ হচ্ছে। ফলে কাজ শেষ না হওয়ার কারণে ট্রেন সংখ্যা এখনও বাড়ানো হয়নি।” এছাড়া স্থানীয় এক টোটো চালক বিশ্বজিৎ সাহা জানান, “স্টেশনে ট্রেন সংখ্যা কম থাকায় যাত্রী সংখ্যা কম হচ্ছে। তাই ভাড়াও কম হচ্ছে। এছাড়া পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা নেই। বেশিরভাগ জায়গায় নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। ফলে অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে স্টেশনে আসা যান চালকদের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোচবিহার জেলার এই মহকুমা স্টেশনকে এত সুন্দর করে সাজানো হচ্ছে। জেলার এই একমাত্র স্টেশন যেটিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। তবে যদি কাজের গতি না আনা হয়। তবে এই কাজ শেষ হতে আরও অনেকটা সময় লাগবে। আর ততদিন পর্যন্ত নিত্যযাত্রীদের এবং স্থানীয় মানুষদের সমস্যা লেগেই থাকবে এই স্টেশনকে ঘিরে। তাই সরকারি ভাবে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছেন দিনহাটার স্থানীয় বাসিন্দারা।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 7:44 PM IST
