Viral Restaurant:মুঘলাই থেকে চাইনিজ, কিংবা তন্দুর... কী চাই? ভাইরাল কোচবিহারের এই রেস্তরাঁ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral Restaurant: মুঘলাই থেকে চাইনিজ, কিংবা তন্দুর... কী চাই? রেস্তরাঁর অন্দরে বাঁশের কারুকার্য, সেলফি জোন-ও রয়েছে।
গোসানিমারি: কোচবিহারে জনপ্রিয়তার তুঙ্গে ‘নবান্ন’, না সরকারি দফতর নয়, এখানে মেলে হরেক কিসিমের জিভে-জল আনা খাবারের সম্ভার। কোচবিহারের গোসানিমারি এলাকায় ‘নবান্ন’ নামের রেস্তরাঁ খাদ্যপ্রেমীদের কাছে স্বর্গ।
রেস্তোরাঁর কর্ণধার পরিমল সরকার জানান, বাঁশ আর মাটির বিভিন্ন জিনিস দিয়ে সাজানো এই রেস্তরাঁ।রেস্তরাঁর এক গ্রাহক শুভম সরকার জানান, এই রেস্তোরাঁ শহর থেকে কিছুটা দূরে গ্রামীণ এলাকায়। ফলে খানিক গ্রামীণ আমেজ রয়েছে। রেস্তরাঁর অন্দরে বাঁশের কারুকার্য, সেলফি জোন রয়েছে। রেস্তোরাঁর ম্যানেজার কৌশিক রায় জানান, হরেক রকমের খাবার পাওয়া যায় এই রেস্তরাঁয়। ইন্ডিয়ান, চাইনিজ… কী চাই? রয়েছে তন্দুর আইটেমের বিশাল সম্ভার।
advertisement
Sarthak Pandit
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 6:53 PM IST
