Malda News: মালদহ টাউন স্টেশন নেমে সব গুলিয়ে ফেলছেন যাত্রীরা! হা করে তাকিয়ে দেখতে হচ্ছে এদিক ওদিক
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
মালদহ স্টেশনে নেমে এইভাবে যাত্রীদের অবাক হতে হবে, পুরোটাই অবাক করা
মালদহ: মালদহের বিমানবন্দরের স্বাদ মিটাচ্ছে নতুন রূপে সুসজ্জিত মালদহ টাউন রেলওয়ে স্টেশন। কেউবা দিল্লি থেকে, আবার কেউ চেন্নাই থেকে ফিরে এসে দেখে পথ হারাচ্ছেন নতুন এই স্টেশনে। কারণ বর্তমানে এই স্টেশনটি ধারণ করেছে আধুনিক রূপ। একেবারে বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হচ্ছে মালদহ টাউন স্টেশন চত্বর। প্রবেশদ্বার থেকে শুরু করে বিশ্রামাগার একেবারে যেন কোন বিমানবন্দরের টার্মিনাল।
কেউ ফিরেছেন ১০ মাস আবার কেউ ফিরেছেন এক বছর পর। হঠাৎ স্টেশন চত্বরে নেমে এসে নজর যেন চেয়ে থাকল আধুনিক রুপে সজ্জিত এই স্টেশন চত্বরে। আবার অনেকে শখ করে তুলছেন সেলফি ছবিও। ট্রেন লেট হলেই উপভোগ করছেন স্টেশন চত্বরের সৌন্দর্য আবহাওয়াকে। ভিন রাজ্য থেকে ফেরা এক রেলযাত্রী বলেন, “স্টেশন অনেক দেখেছি কিন্তু হঠাৎ এই স্টেশন দেখে মনে হচ্ছে যেন কোন বিমানবন্দরে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে একেবারে কেরালার তিরুপতি এয়ারপোর্টের মত। মালদহ টাউন স্টেশনের এমন উন্নয়ন দেখে খুব ভাল লাগছে।” রেল যাত্রী তাপস মন্ডল বলেন, “দীর্ঘদিন বাদে মালদহ টাউন স্টেশনে ফিরলাম। স্টেশনের আদল বদলে গিয়েছে বিমানবন্দরের মত। প্রথমে আমি সদর দরজা খুঁজেই পাচ্ছিলাম না। ভিন রাজ্য থেকে ফিরে এসে এমন স্টেশনের উন্নতি দেখে খুশি।” এই বিষয়ে আরেক রেলযাত্রী বলেন, “কলকাতা, মুম্বাই-এর মত বড় শহরে এই ধরনের সৌন্দর্য শুধুমাত্র এয়ারপোর্টে দেখেছি। এখন মালদহ জেলায় এয়ারপোর্টের মত দেখতে এই স্টেশন দেখে খুব ভাল লাগছে। আমরা চাই এই স্টেশনের আরও উন্নতি হোক।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দ্রুত গতিতে সৌন্দর্যায়নের কাজ চলছে মালদহ টাউন স্টেশনে। এই বছরের আগামী মার্চ মাসেই প্রায় সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনিশ গুপ্তা। ইতিমধ্যে অধিকাংশ কাজ প্রায় শেষের দিকে। অত্যাধুনিক সাজে সেজে উঠেছে মালদহ টাউন রেল স্টেশন। স্টেশনের প্রথম দর্শন নজর কাড়ছে রেল যাত্রী থেকে আমজনতার। স্টেশনের কাজ সম্পূর্ণ শেষ হলে আরও ঝাঁ চকচকে হবে গৌড়বঙ্গের এই ব্যস্ততম স্টেশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 20, 2025 1:57 PM IST