Amrit Bharat Station: আনন্দের খবর! অমৃত ভারত প্রকল্পের আওতায় এবার বাংলার ‘এই’ স্টেশন! খুশ স্থানীয়রা

Last Updated:

Amrit Bharat Station: দ্রুত এই স্টেশনের কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। এছাড়া এই স্টেশনে ট্রেন সংখ্যা বাড়বে। এছাড়া সীমান্ত লাগোয়া স্টেশন হওয়ার ফলে গুরুত্ব রয়েছে অনেকটাই এই স্টেশনের।

+
দিনহাটা

দিনহাটা স্টেশন

দিনহাটা: জেলা কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার মহকুমা দিনহাটা। আর এই কারণেই এই মহকুমার গুরুত্ব অনেকটাই বেশি। এই মহকুমা শহরের মাঝেই রয়েছে দিনহাটা স্টেশন। যেই স্টেশনকে অমৃত ভারত স্টেশনের প্রকল্পের আওতায় উন্নত করে তোলা হচ্ছে। আর সেই স্টেশন উন্নত করে তোলার কাজ চলছে অনেকটাই দ্রুত গতিতে ফলে খুশি বহু মানুষ। দ্রুত এই স্টেশনের কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। এছাড়া এই স্টেশনে ট্রেনের সংখ্যা বাড়বে। এছাড়া সীমান্ত লাগোয়া স্টেশন হওয়ার ফলে গুরুত্ব রয়েছে অনেকটাই এই স্টেশনের।
স্টেশন চত্বরের এক ব্যবসায়ী গৌতম পাল জানান, “দীর্ঘ সময় ধরে এই স্টেশন সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছিল। এই স্টেশনে ট্রেন সংখ্যা ছিল একেবারেই সামান্য। ফলে নিত্যযাত্রীদের কোচবিহারে এসেই ট্রেন ধরতে হত। তবে এই স্টেশন যদি উন্নত করে তোলা হয়। তবে ভবিষ্যত দিনে এই স্টেশনের গুরুত্ব অনেকটাই বেড়ে উঠবে। ফলে সুবিধা পাবেন বহু সাধারণ মানুষ। এতে দিনহাটা মহকুমা শহরের উন্নতি হবে, পাশপাশি উন্নতি হবে জেলা কোচবিহারের। এছাড়া মানুষের আনাগোনা বেড়ে উঠলে ব্যবসায়ীদের ব্যবসাও বেড়ে উঠবে।”
advertisement
দিনহাটা শহরের এক টোটো চালক সন্তোষ সাহা এবং ট্রেনের এক নিত্য যাত্রী বিশ্বজিৎ সরকার জানান, “স্টেশনের কাজ যেভাবে দ্রুত গতিতে করা হচ্ছে। এতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে সমস্ত কাজ। তারপরে অনেকটাই সুবিধা হবে বহু মানুষের। মহকুমা শহরে অবস্থিত এই স্টেশনের গুরুত্ব পরবর্তী সময়ে আরও বেড়ে উঠতে চলেছে। তাই তো সাধারণ মানুষের মধ্যে স্টেশন নিয়ে এক আলাদা উদ্দীপনা রয়েছে। এখন দেখার বিষয় এটাই যে কত দিনে এই স্টেশনের সমস্ত কাজ সম্পন্ন হয়। তবে এই নিত্যযাত্রীদের এই স্টেশন অনেকটাই সুবিধা করে দেবে।”
advertisement
advertisement
ভারতের বিভিন্ন এলাকার বিভিন্ন স্টেশন কে এই প্রকল্পের আওতাধীন করে উন্নত করে তোলা হচ্ছে। তবে জেলা সদর শহরের স্টেশন নয়। কোচবিহারের মহকুমা শহরের দিনহাটা স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে বেছে নেওয়ার কারণে। প্রথম থেকেই খুশির আবহাওয়া ছিল দিনহাটাবাসীর মধ্যে। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ার কারণে এই স্টেশনের গুরুত্ব শুধু সময় থেকেই ছিল অনেকটাই বেশি।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Amrit Bharat Station: আনন্দের খবর! অমৃত ভারত প্রকল্পের আওতায় এবার বাংলার ‘এই’ স্টেশন! খুশ স্থানীয়রা
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement