‘উন্নয়নে রাজ্য পিছিয়ে পড়ছে’, অমিত শাহের মন্তব্যে ঘিরে বিতর্ক

Last Updated:
#মালদহ: সভা হবে কিনা? সভা কটা হবে? এই ধোঁয়াশার মধ্যে এবার আরও বড় বিতর্ক অমিত শাহের বক্তব্যে। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির তথ্য ভুল বলে ধরা পড়েছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে। এমনকী ভারতীয় আবেগ তুলে ধরার প্রশ্নেও ব্রিগেডের সভা নিয়ে ভুল মন্তব্য করেছেন অমিত শাহ।
লোকসভা ভোটের আগে, মালদহে দলীয় সভাপতির প্রথম সভা নিয়ে উদগ্রীব কর্মী-সমর্থকরা। সেই মঞ্চে বার্তা দিতে গিয়ে বিতর্কের ঝড় তৈরি করলেন অমিত শাহ। বললেন, বামশাসনের থেকে, তৃণমূল আমলে উন্নয়নের গ্রাফ অনেক নীচে নেমে গিয়েছে।
অমিতের এই দাবি কতটা ঠিক? সম্পূর্ণ উলটো ছবি ধরা পড়েছে আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিলের রিপোর্টে।
advertisement
- রাজ্যভিত্তিক জিডিপিতে প্রথম ৩ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ
advertisement
- ৪.৮% শতাংশ থেকে ২০১৮ সালে রাজ্যভিত্তিক জিডিপি বেড়েছে ৯.১%
- মুদ্রাস্ফীতি ৭% থেকে কমে ৪%
- রাজকোষ ঘাটতিও ৩% থেকে কমে ২.৪%
- দেশে জিডিপি সূচক নামলেও রাজ্যের উন্নয়ন অব্যাহত
অমিত শাহকে পালটা আক্রমণ করেছে তৃণমূল।
মালদহ থেকে উনিশের সমাবেশকেও নিশানা করেছেন অমিত। কৌশলে দেশপ্রেমের জিগির তোলার চেষ্টাও করেন তিনি।
advertisement
অমিতের তথ্যে বিতর্ক ৷ কিন্তু, বিজেপি সভাপতির সেই অস্ত্রও ঝলসে গিয়েছে। সমাবেশের প্রথম বক্তা, মোদির রাজ্যের প্রতিনিধি হার্দিক প্যাটেলের মুখে শোনা গিয়েছে ভারত মাতার জয় ধ্বনি। একই রীতি পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুমারস্বামীরাও। সভা নিয়ে ধোঁয়াশা। পরে, সভায় তথ্য বিতর্ক। দুইয়ে মিলে, সভার ওজনের থেকে বিতর্কই বেশি জারি হল।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘উন্নয়নে রাজ্য পিছিয়ে পড়ছে’, অমিত শাহের মন্তব্যে ঘিরে বিতর্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement