গর্ভবতী স্ত্রীর জন্য চেয়েছিলেন হুইলচেয়ার! বিশেষ ভাবে সক্ষম বাহামনির সাধভক্ষণ করালেন গৃহবধূরা
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
বিশেষ যত্ন পেয়ে খুশি বাহামনি সোরেন। আলিপুরদুয়ার পুরসভার কর্মী ও গৃহবধূদের উদ্যোগে তাঁর গর্ভাবস্থার সাত মাস উদযাপন করা হয়। নতুন কাপড় ও সাজগোজে সেজে ওঠেন বাহামনি।
আলিপুরদুয়ার: একটু বিশেষ যত্ন পেয়ে মুখে চওড়া হাসি বাহামনি সোরেনের। তাঁর জীবনে এমন একটা দিন আসবে তা হয়ত তিনি আগে কোনও দিন আন্দাজ করতে পারেননি। গর্ভকালীন সময় মহিলাদের কাছে বিশেষ। বাহামনি সোরেনের এই বিশেষ সময়ে এগিয়ে এলেন আলিপুরদুয়ার পুরসভার এক কর্মী ও জনাকয়েক গৃহবধূ। নতুন কাপড় পরিয়ে সব নিয়ম মেনে তাঁকে সাধ দেওয়া হল।
advertisement
আলিপুরদুয়ার পুরসভার ফিনান্স অফিসার অনুপ দাস ও অরবিন্দ নগরের বাসিন্দা বীনা দে সরকার ও আরও কয়েকজন গৃহবধূর উদ্যোগে এই সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়।দক্ষিণ মাঝেরডাবরি এলাকার বাসিন্দা বাহামনি সোরেন বিশেষ চাহিদা সম্পন্ন। চলাফেরা করতে পারেন না তিনি। এদিকে তিনি গর্ভবতী। তাঁর স্বামী একটি হুইল চেয়ারের আবেদন শহরের এক সংগঠনের কাছে জানিয়ে আসছিলেন।
advertisement
সেখান থেকেই বাহামনির জীবনের এই অবস্থার কথা জানতে পারেন আলিপুরদুয়ার পুরসভার কর্মী।এরপরই তাঁর পরিচিত গৃহবধূদের সঙ্গে কথা বলে এই আয়োজন করা হয়। বাহামনির গর্ভবস্থার সাত মাসকে উদযাপনের জন্য আয়োজন করা হল সাধের।
advertisement
নতুন কাপড় ও সাজগোজর জিনিস দিয়ে সেজে উঠলেন বাহামনি। তাঁর পাতে সাজিয়ে দেওয়া হল নানান পদ ও মিষ্টি।
সাধের অনুষ্ঠান এই এলাকার মানুষেরা প্রথমবার দেখলেন। খুশি হলেন তারাও। শুধু বাহামনিকে নয় গ্রামের বাসিন্দাদের পাত পেড়ে খাওয়ানো হল। বীনা দে সরকার নামের এক গৃহবধূ জানান, \”একজন মহিলা হয়ে তাঁর এই অবস্থার কথা শুনে আমাদের মনে হয়েছে তাকে বিশেষ যত্ন যদি একটা দিনের জন্য দিতে পাড়ি তাহলে আমাদের ভাল লাগবে। তাঁর জন্য এই আয়োজন।\”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 6:49 PM IST