Alipurduar News: আলিপুরদুয়ারে শুরু টুংটুং কামু উৎসব! বিশ্বের আদিমতম ক্ষুদ্র জনজাতির সাংস্কৃতিক উৎসবে পর্যটকদের ভিড়, বেড়িয়ে আসুন টোটোপাড়া

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার জেলায় বসবাস বিশ্বের আদিমতম ক্ষুদ্র জনজাতি টোটোদের। টোটোদের কৃষ্টি, সংস্কৃতি ও জীবনযাত্রা সকলের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে টুংটুং কামু উৎসব। তৃতীয় বর্ষে পা দেবে এই উৎসব।

+
টোটো

টোটো জনজাতির মানুষদের নৃত‍্য

মাদারিহাট, আলিপুরদুয়ার, অনন্যা দে: টোটো জনজাতির মানুষদের জীবনযাত্রা সকলের সামনে তুলে ধরছে  টুংটুং কামু উৎসব। টোটোদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্য এই উৎসব। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।
আলিপুরদুয়ার জেলায় বসবাস বিশ্বের আদিমতম ক্ষুদ্র জনজাতি টোটোদের। দুর্গম এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মাদারিহাট এলে পর্যটকরা টোটোপাড়াতে যান। টোটো জনজাতির সংস্কৃতি উপস্থাপনের জন্য এই উৎসব আয়োজিত হয়।
আরও পড়ুনঃ ভরা বিয়ের মরশুম, মন্দিরে মন্দিরে ঘুরছেন ময়নার বিডিও! কারণ জানলে কুর্নিশ জানাতে ইচ্ছা করবে
এই বছর উৎসবের তৃতীয় বর্ষ। এই অনুষ্ঠানের মাধ্যমে টোটো জনজাতির মানুষের নাচ, গান, পোশাক, খাবার তুলে ধরা হয়। সারশ পাখিকে টোটো জনজাতির মানুষেরা বলেন টুংটুং কামু। উৎসবের আয়োজক প্রকাশ টোটো জানান, “উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য টোটো জনজাতির মানুষদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সকলের সামনে তুলে ধরা। পর্যটকরা এই সময়ে এসে দেখতে পাবেন টোটোপাড়ার মানুষদের সংস্কৃতি, হস্তশিল্প এবং খাবার দাবার।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার খাদ্য মেলায় দারুণ চমক! গৃহবধূদের জন্য ‘আমি দিদি নং ওয়ান’ কন্টেস্টের আয়োজন, জমে ক্ষীর খাতড়া ফুড ফেস্টিভাল
সাতটি নদী পাড় করে যেতে হয় এই পাহাড়ি গ্রামে। পৃথিবীর আদিম ক্ষুদ্র জনজাতি এই টোটোরা। অনুন্নয়নকে সঙ্গী করে আলিপুরদুয়ার জেলার এক কোণে পড়ে রয়েছে এই আদিম জনজাতির মানুষেরা। টোটোপাড়া এই রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট পাহাড়ী গ্রাম, যা ভারত-ভুটান সীমান্তে তাদিং পাহাড়ের পাদদেশে অবস্থিত। গ্রামটি একটি পর্যটনস্থল। এটি বিশ্বে টোটো জনজাতির একমাত্র আবাসস্থল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামটি মাদারিহাট থেকে প্রায় ২২ কিমি দূরে অবস্থিত। এর উত্তরে ভুটানের সীমান্ত তাদিং পাহাড়ের পাদদেশ, পূর্বে তোর্ষা নদী এবং দক্ষিণ-পশ্চিমে হাওরি নদী এবং তিতি বনাঞ্চল। যাকে হাওরি নদী বিভক্ত করেছে। সাতটি ছোট ও বড় নদীর মধ্যে একটিতেও নেই সেতু। যার ফলে বর্ষা এলে এই এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় আলিপুরদুয়ার জেলার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: আলিপুরদুয়ারে শুরু টুংটুং কামু উৎসব! বিশ্বের আদিমতম ক্ষুদ্র জনজাতির সাংস্কৃতিক উৎসবে পর্যটকদের ভিড়, বেড়িয়ে আসুন টোটোপাড়া
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement