বিনাপয়সায় কোচিং নিচ্ছিল পড়ুয়ারা, সেই সেন্টারেই আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা! লজ্জাজনক ঘটনা আলিপুরদুয়ারে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
শহরের -৯ নং ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে এক কোচিং সেন্টারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা দুষ্কৃতকারীদের।
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: ফের আলিপুরদুয়ার শহরে দুষ্কৃতকারীদের দৌরাত্ম। পুড়িয়ে দেওয়ার চেষ্টা ফ্রি কোচিং সেন্টার। এবার খোদ আলিপুরদুয়ারের শহরের -৯ নং ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে এক কোচিং সেন্টারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা দুষ্কৃতকারীদের।
জানা গিয়েছে, ২০১৮ সাল থেকেই শহরের বিদ্যাসাগর পল্লীতে এলাকার শিক্ষিত যুবকরা বিনা পয়সায় এক কোচিং সেন্টার চালিয়ে আসছে। এই কোচিং সেন্টারে দ্বাদশ, একাদশ এবং নার্সারির ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় কোচিং দেয় এলাকার শিক্ষিত যুবকরা। অভিযোগ, রাতে কোনও দুষ্কৃতকারীরা এই কোচিং সেন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের এও অভিযোগ, রাত হলেই এলাকায় বাঁধের উপর দুষ্কৃতকারীরা ব্রাউন সুগার থেকে শুরু করে গাঁজা, মদ জনসমক্ষে বিক্রি করছে।এমনকি নেশা করা যুবকরা এই কোচিং সেন্টারের পাশ দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে।
advertisement
advertisement
তাসত্ত্বেও পুলিশ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এরপর কোচিং সেন্টারের শিক্ষিত যুবকরা রাতেই মৌখিকভাবে আলিপুরদুয়ার থানার কাছে জানায়। লিখিত অভিযোগ করলে পুলিশ ওই এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। যদিও এখনও গোটা বিষয় নিয়ে তদন্তে নেমেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।
advertisement
কিছুদিন পূর্বে ৮ নং ওয়ার্ডে এক বাড়ি থেকে দিবালোকে বাড়ির গ্রিল খুলে বাইক নিয়ে গিয়েছিল। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা শহর জুড়ে। এরপর শহরের প্রানকেন্দ্র ভাঙা পুল এলাকার এক হনুমান মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙ্গে টাকা নিয়ে যাওয়ার ঘটনাও উঠে এসেছিল। এরই মধ্যে রাতে শহরের -৯ নং ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে দুষ্কৃতকারীরা কোচিং সেন্টারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে গোটা শহর জুড়ে। স্বাভাবিক ভাবেই যথেষ্টই আতঙ্কিত এলাকার বাসিন্দা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 9:48 AM IST