Alipurduar News: অসহায় বৃদ্ধাকে দেখে এগিয়ে এলেন পুলিশ কর্মী, দায়িত্ব নিয়ে ফালাকাটা বাসস্ট্যান্ড থেকে ফিরিয়ে দিলেন ঘরে

Last Updated:

Alipurduar News: পুলিশের মানবিক মুখ। ফালাকাটা বাসস্ট্যান্ড থেকে ধুপগুড়ির বাড়িতে পৌঁছলেন পথ হারানো বৃদ্ধা।

ঘরে ফিরেছেন বৃদ্ধা
ঘরে ফিরেছেন বৃদ্ধা
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: পুলিশের মানবিক মুখ। ফালাকাটা বাসস্ট্যান্ড থেকে ধুপগুড়ির বাড়িতে পৌঁছলেন পথ হারানো বৃদ্ধা। সুস্থভাবে তাঁকে বাড়ি পৌঁছে দিয়েছেন পুলিশ আধিকারিক। ফালাকাটা বাস স্ট্যান্ড থেকে এক বৃদ্ধা মহিলাকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছেন ফালাকাটা থানার ASI দিলীপ সরকার।
জানা গিয়েছে, ডিউটির সময় ফালাকাটা বাসস্ট্যান্ডে এক বৃদ্ধাকে দেখতে পান তিনি। অস্বাভাবিক আচরণ দেখে এগিয়ে যান তিনি। যদিও ওই বৃদ্ধা কোনওকিছু সঠিকভাবে বলতে পারছিলেন না। পরবর্তীতে ফালাকাটা থানায় নিয়ে গিয়ে দিলীপবাবু বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। তখন তিনি জানতে পারেন, ওই বৃদ্ধার বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের উমাচারণপুর।
advertisement
advertisement
এরপর ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্যকে জানিয়ে এএসআই দিলীপ বাবু তাঁর বাড়িতে যত্ন সহকারে পৌঁছে দেন। পুলিশের এমন উদ্যোগ দেখে সাধুবাদ দিয়েছে সকলে। অন্যদিকে বৃদ্ধা বাড়ি ফিরে যাওয়ার ফলে খুশি তাঁর পরিবারের লোকজন। পুলিশের উদ্যোগে বাড়ি ফিরতে পারলেন পথ হারানো ওই বৃদ্ধা।
advertisement
উল্লেখ্য, অনেক সময় দেখা যায় বয়স্করা বাইরে বেরিয়ে পথ হারিয়ে ফেলেন। বাড়ি ফেরার রাস্তা খুঁজে পান না। ফলে পরিবার যেমন চিন্তায় পড়ে, তেমনভাবে চরম দুর্ভোগের শিকার হতে হয় পথ হারানো বয়স্কদের। এক্ষেত্রে পুলিশ আধিকারিক এমন মানবিক কর্তব্য পালন না করলে ওই বৃদ্ধার পরিণতিও একই হত বলে মনে করছেন অনেকে। তাই পুলিশ কর্মীর উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন সবাই।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: অসহায় বৃদ্ধাকে দেখে এগিয়ে এলেন পুলিশ কর্মী, দায়িত্ব নিয়ে ফালাকাটা বাসস্ট্যান্ড থেকে ফিরিয়ে দিলেন ঘরে
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement