অতি বর্ষনে ফুঁসছে তোর্সা-কালজানি! জলের তলায় গোটা জেলা, 'হাত গুটিয়ে বসে' কেন পুরসভা?

Last Updated:

কালজানি নদীতে হলুদ সংকেত। তোর্সা নদীতে জারি লাল সতর্কতা। ভুটান পাহাড়ে একনাগাড়ে বৃষ্টির কারণে আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি।

+
জল

জল বাড়ছে আলিপুরদুয়ারের নদীগুলিতে

আলিপুরদুয়ার, অনন্যা দেঃ অতি বর্ষনে বিপর্যস্ত আলিপুরদুয়ার। কালজানি নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত। তোর্সা নদীতে জারি লাল সতর্কতা। ভুটান পাহাড়ে একনাগাড়ে বৃষ্টির কারণে আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
যার জেরে আলিপুরদুয়ার পুর এলাকার ২০টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। ১০ হাজার মানুষ জল যন্ত্রণায় ভুগছেন। পুরসভা থেকে ত্রান ও উদ্ধার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বেড়েছে এলাকাবাসীর। এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শন করছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এতদিন কোন সমীক্ষা হয়নি বলে জানা গিয়েছে। নিকাশি ব্যবস্থা খুব খারাপ বলে অভিযোগ এলাকাবাসীর। সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে জলমগ্ন ওয়ার্ডে পরিদর্শনে যান বিধায়ক।
advertisement
আরও পড়ুনঃ যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার হয় ‘এই’ সরীসৃপ! আলিপুরদুয়ারের গ্রাম থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী
আলিপুরদুয়ার শহরের কালজানি নদী ও শহরের অবস্থা এলাকাবাসীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হওয়ায় বিপাকে পুর নাগরিকরা। ত্রান ও উদ্ধারে পুরসভা হাত গুটিয়ে বসে থাকায় সমস্যা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২৪ ঘন্টার বেশি সময় ধরে জলে ডুবে রয়েছে আলিপুরদুয়ার শহর। অন্যদিকে ভুটান থেকে পাহাড় বেয়ে জল এসে মিশছে তোর্সা নদীতে। ফুঁসছে এই নদী। আতঙ্কে রয়েছেন তোর্সা সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিশেষ করে জয়গাঁ, হাসিমারা এলাকায় সমস‍্যা দেখা দিয়েছে। এলাকার মানুষেরা আতঙ্কিত। কখন তাদের বাড়িঘর কেড়ে নেয় তোর্ষা। প্রতি বছর বর্ষায় এই ঘটনা ঘটে থাকে তোর্ষা পাড়ে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অতি বর্ষনে ফুঁসছে তোর্সা-কালজানি! জলের তলায় গোটা জেলা, 'হাত গুটিয়ে বসে' কেন পুরসভা?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement