এক গলা মদ খেয়ে বেসামাল মহিলার বেঘোরে ঘুম হাতির করিডরে! শেষমেশ উদ্ধার করতে ছুটে আসতে হল বনকর্মীদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
কপালজোরে বাঁচলেন এক মহিলা। হাতির করিডর না জেনেই বেঘোরে ঘুম। হাতির দল দাঁড়িয়েছিল জঙ্গলে। বনকর্মীদের চোখে পড়তেই ঝুঁকি নিয়ে ঘুম থেকে তোলা হল ওই মহিলাকে।
মাদারিহাট, অনন্যা দে: কপালজোরে বাঁচলেন এক মহিলা। হাতির করিডর না জেনেই বেঘোরে ঘুম। হাতির দল দাঁড়িয়েছিল জঙ্গলে। বনকর্মীদের চোখে পড়তেই ঝুঁকি নিয়ে ঘুম থেকে তোলা হল ওই মহিলাকে।
হাতি, মানুষের সংঘাত নতুন কোনও বিষয় নয়। মাদারিহাটের বিভিন্ন এলাকায় রোজ হাতির হানা হয়। দুই সপ্তাহ আগে হাতির হানায় মৃত্যু হয়েছে চার জনের। এরপর থেকেই যথেষ্ট আতঙ্ক দেখা গিয়েছে এলাকায়। সন্ধের পর বিশেষ দরকার ছাড়া কেউ বের হয় না এলাকা থেকে। হাতি কোথায় দাঁড়িয়ে থাকবে কেউ জানেন না। তারপরেও অসচেতনতার ছবি দেখা গেল মাদারিহাটেই।
advertisement
advertisement
মধ্য খয়েরবাড়ি এলাকার হাতির করিডরে এক মহিলাকে দেখা গেল অচৈতন্য অবস্থায় ঘুমোতে। বন কর্মীদের কাছে খবর ছিল মধ্য খয়েরবাড়ি এলাকায় বুনো হাতির দল জঙ্গল থেকে এগিয়ে আসছে লোকালয়ের দিকে। বনকর্মীরা এলাকায় যাওয়ার রাস্তায় দেখেন হাতির করিডরে ঘুমিয়ে রয়েছেন এক মহিলা। হাতির দল ততক্ষণে জঙ্গলে দাঁড়িয়ে রয়েছে। এই দেখে কোনও রকমের ওই মহিলাকে উদ্ধার করে গাড়িতে তোলেন বনকর্মীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাতের বেলায় ওই এলাকায় ওই মহিলা কীভাবে এলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।বনকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে ওই মহিলা মদ্যপ ছিলেন। বাড়ি যেতে না পেরে করিডরের রাস্তায় ঘুমিয়ে পড়েন ওই মহিলা। ওই মহিলাকে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা তুলে দিয়েছেন পুলিশের হাতে। মহিলার নাম জানা যায়নি। তবে অনুমান তাঁর বাড়ি ওই এলাকাতে। এই ধরনের ঘটনা এড়াতে জনসচেতনতার ওপর জোর দিয়েছে জলদাপাড়া বন বিভাগ। এই রকমের ঝুঁকিপূর্ণ কাজ থেকে মাদারিহাটবাসীদের বিরত থাকতে বলছেন বনকর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
November 10, 2025 1:20 PM IST

