কাঁচ বোঝাই গাড়ি আটকাল পুলিশ! কাচের আড়ালে ভিতরে কী?... শুনলে চমকে যাবেন!

Last Updated:

কাঁচের বস্তার আড়ালে কী নিয়ে যাওয়া হচ্ছিল? জানলে অবাক হবেন আপনিও। কাঁচের বস্তা বোঝাই ট্রাক,আর তার আড়ালেই পাচার করা হচ্ছিল কয়েক কোটি টাকা মূল্যের বার্মা টিক।

নামানো হচ্ছে কাঠ 
নামানো হচ্ছে কাঠ 
আলিপুরদুয়ার: কাঁচের বস্তার আড়ালে কী নিয়ে যাওয়া হচ্ছিল? জানলে অবাক হবেন আপনিও। গোপনসূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই কাঠ উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা। শুক্রবার ভোরে কালচিনি ব্লকের নিমতি ৩১ নং জাতীয় সড়কে একটি ট্রাককে দাড় করিয়ে তল্লাশি চালায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা। তল্লাশি চলাকালীন সেই ট্রাকে থাকা কাঁচের বস্তা সরিয়েই যেন চক্ষু চড়কগাছ বনদফতরের কর্মীদের। সেই কাঁচের বস্তার আড়ালেই ছিল কোটি টাকার বার্মা টিক।
advertisement
অপরদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির দুই চালক। টেকসই কাঠ বলে পরিচিত এই বার্মা টিক কাঠ।নানান আসবাবপত্র সহ কাঠ শিল্পের নানান কাজে ব্যবহৃত হয়, ফলে দেশজুড়ে এর চাহিদাও অনেকটাই বেশি বলে বনদফতর তরফে জানা গিয়েছে।
advertisement
বনদফতর সূত্রে খবর, এই উদ্ধারকৃত কাঠ অসম থেকে নিমতির ৩১ নং জাতীয় সড়ক হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বর্তমানে কাঠ বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বনদফতর। বন আধিকারিক বাইরে থাকায় কাঠের সঠিক মূল্য জানা যায়নি।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাঁচ বোঝাই গাড়ি আটকাল পুলিশ! কাচের আড়ালে ভিতরে কী?... শুনলে চমকে যাবেন!
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement