Alipurduar News: পাহাড় থেকে সমতলে নামার একমাত্র রাস্তায় ধস! সমস্যায় ১৩ গ্রামের বাসিন্দারা

Last Updated:

প্রথম বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি রাস্তা

+
পাহাড়ি

পাহাড়ি রাস্তায় ধস

আলিপুরদুয়ার: প্রথম বৃষ্টিতে বিপর্যস্ত বক্সা পাহাড় যাওয়ার রাস্তা। সমস্যা শুরু হয়েছে পাহাড়বাসীদের। দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের কাছে। কারণ সমতলে যাওয়ার আর কোন রাস্তা নেই তাঁদের কাছে।
প্রতি বর্ষায় পাহাড়ি রাস্তায় ধস নতুন কিছু নয়। তবে এবার বর্ষা নামার আগেই ধস নামল বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট এলাকায়। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ধস নামায় চিন্তিত বক্সা পাহাড়ের ১৩টি গ্রামের বাসিন্দা থেকে ট্যুরিস্ট গাইডরা। মাস ছয়েক আগে জিরো পয়েন্ট থেকে ভিউপয়েন্ট পর্যন্ত প্রায় এক কিমি রাস্তার কাজ শুরু হয়। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার টাকা ওই রাস্তা তৈরিতে বরাদ্দ করে। মাটি সমান করে পাথর বিছানো হয়।
advertisement
advertisement
তবে কংক্রিটের ঢালাই হয়নি। রাস্তার কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ায় ধস নামার আশঙ্কা করছিলেন স্থানীয়রা। চলতি সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে সেই আশঙ্কা সত্যি হল। রাস্তার সংস্কার নিয়েও আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের কাছে পর্যাপ্ত আর্থিক তহবিল না থাকায় কীভাবে রাস্তা সংস্কার হবে সেই প্রশ্নও মাথাচাড়া দিয়েছে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা সেসাং ডুকপা জানান, ‘বর্ষা আসার আগেই রাস্তা ভাঙছে পাহাড়ে। আমাদের যাতায়াতের সমস্যা তো হচ্ছেই। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট পর্যন্তই গাড়ি পৌঁছায়। তারপর পাহাড়ি রাস্তায় হাঁটাপথই একমাত্র ভরসা। নতুন রাস্তার কাজ শুরুর আগে জিরো পয়েন্ট ও ভিউপয়েন্টের ওই রাস্তায় বড় বড় পাথর ছিল। সেই কারণে গত কয়েক বছরে ধসের পরিমাণ কম ছিল ওই এলাকায়। তবে এবার সেই পাথর সরিয়ে কাজ শুরু হওয়ায় ধসের আশঙ্কা আগেই তৈরি হয়। বৃষ্টির জল নেমে জিরো পয়েন্টের বিভিন্ন জায়গা ক্ষতি করেছে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: পাহাড় থেকে সমতলে নামার একমাত্র রাস্তায় ধস! সমস্যায় ১৩ গ্রামের বাসিন্দারা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement