দার্জিলিং পুরসভা নিয়ে মঙ্গলবার ফের সার্কিট বেঞ্চে হামরো পার্টি, 'মামলা খারিজ হলে সুপ্রিম কোর্টে যাব', বললেন এডওয়ার্ড! পালটা অনীতেরও 

Last Updated:

"ওরা সুপ্রিম কোর্টে যাবে, সেটা ওদের বিষয়। ২৮-এ অনাস্থা সভা হবে। হাইকোর্টের কপি হাতে পেয়েছি। আর ধর্না প্রসঙ্গে ওটা ফেয়ারওয়েল প্রোগ্রাম হচ্ছে।" বললেন অনীত থাপা।

Anit Thapa, File Photo
Anit Thapa, File Photo
#পার্থপ্রতিম সরকার, দার্জিলিং:  কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে ২৮ ডিসেম্বর অনাস্থা বৈঠক আনতে হবে দার্জিলিং পুরসভায়। তার আগে কাউন্সিলর কেনাবেচা নিয়ে অনীত থাপার নীতির বিরুদ্ধে আন্দোলনে হামরো পার্টি। দার্জিলিংয়ের সুস্থ রাজনীতির বদলে দক্ষিনী কায়দায় হর্স ট্রেডিংয়ের রাজনীতি চালুর বিরোধিতার পথে হামরো পার্টি। এতে পাহাড়ে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এই অভিযোগ তুলে দার্জিলিংয়ের ক্যাপিটাল হলের সামনে ধর্নায় অজয় এডওয়ার্ড সহ পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল।
ধর্নায় সামিল গোর্লহা জনমুক্তি মোর্চা নেতা নমন রাই। কাল এই ধর্নায় যোগ দেবেন বিমল গুরুং, বিনয় তামাং। থাকবেন সিপিএম এবং সিপিআরএমের প্রতিনিধিরাও। হাইকোর্টের রায় তারা মানবেন, বলছেন ভাইস চেয়ারম্যান ইয়াংজি শেরপা। তিনি এও জানান, অনাস্থা সভায় গুরুংয়ের মোর্চার ৩ কাউন্সিলর তাদেরকেই সমর্থন জানাবে। সেক্ষেত্রে অনাস্থায় বিজিপিএম এবং তৃণমূল জোট ১৬,  হামরো-মোর্চা জোট ১৫ হবে।
advertisement
আরও পড়ুন- হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানোর সুপারিশ, বিচারপতি নিয়োগে একগুচ্ছ সংস্কার প্রস্তাব সংসদীয় কমিটির
ধর্না মঞ্চ থেকে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "দার্জিলিং পুরসভা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় শুনেছি। আজ হলিডে বেঞ্চ ছিল। কাল আবার হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন করা হবে। ফের আদালত আমাদের মামলা খারিজ করলে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। কাল সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে বৈঠকে তা চূড়ান্ত হবে। ২৮-এ অনাস্থা সভা হলে তা হবে বেআইনি। আদালতই বেআইনি ঘোষণা করবে। অনীত থাপা পাহাড়ের রাজনীতিকে আজ নীচু মানে নামিতে এনেছেন। আবার যদি ভোট হয়, জিতলে ফের টাকা ছড়িয়ে নির্বাচিত প্রতিনিধিদের কিনে নেবে অনীত। এ কোন রাজনীতি। পাহাড়ে শান্তি ফিরে এসেছিল। ফের অশান্তির চেষ্টা করা হচ্ছে। টানা আন্দোলন চলবে। আন্দোলনে গোর্খাল্যাণ্ডের বিষয়েও আলোচনা হবে।"
advertisement
advertisement
"ওরা সুপ্রিম কোর্টে যাবে, সেটা ওদের বিষয়। ২৮-এ অনাস্থা সভা হবে। হাইকোর্টের কপি হাতে পেয়েছি। আর ধর্না প্রসঙ্গে ওটা ফেয়ারওয়েল প্রোগ্রাম হচ্ছে।" বললেন অনীত থাপা। সেই সঙ্গে নির্বাচিত প্রতিনিধি কেনাবেচা নিয়ে বলেন, "আমি চার বার হেরেছি। মাথা পেতে মেনে নিয়েছি। ওরা পারছে না।"
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দার্জিলিং পুরসভা নিয়ে মঙ্গলবার ফের সার্কিট বেঞ্চে হামরো পার্টি, 'মামলা খারিজ হলে সুপ্রিম কোর্টে যাব', বললেন এডওয়ার্ড! পালটা অনীতেরও 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement