অদূর ভবিষ্যতে AI ছড়ি ঘোরাবে বিশ্বে! ভাল-মন্দ বোঝাতে ১৩০০ ছাত্রীকে নিয়ে হয়ে গেল বড় কর্মযজ্ঞ

Last Updated:

কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই সম্পর্কে স্পষ্ট ধারণার পাশাপাশি ভাল ও খারাপ দিকগুলো তুলে ধরতে উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। এই দিনের সেমিনারে প্রায় সাড়ে ১৩০০ ছাত্রী অংশগ্রহণ করে বলে জানা যায়।

+
এআই

এআই সম্পর্কিত বিশেষ কর্মশালা

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সম্পর্কে স্পষ্ট ধারণার পাশাপাশি ভাল ও খারাপ দিকগুলো তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। এই দিন শহরের খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে এআই সম্পর্কে এক সেমিনারের আয়োজন করা হয়। এই দিনের সেমিনারে প্রায় সাড়ে ১৩০০ ছাত্রী এআই সম্পর্কিত বিষয়ে বিশেষ ধারণা নিতে অংশগ্রহণ করে বলে জানা যায়।
স্কুলের পক্ষ থেকে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কি ভবিষ্যৎ! পক্ষে, বিপক্ষে এ নিয়ে অনেক যুক্তি রয়েছে। কারও কাছে আশীর্বাদ, আবার কারও কাছে অভিশাপ! তবে অদূর ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রেই এআই ছড়ি ঘোরাবে বলে জানা গেছে। এআই সম্পর্কে জেনে ছেলেমেয়েরা যাতে কোনও ভাবেই পিছিয়ে না পড়ে, সেই কারণে পড়াশোনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে অঙ্গ হিসাবে জুড়ে দিতে আজকের এই বিশেষ সেমিস্টারের আয়োজন।
advertisement
advertisement
প্রশিক্ষকদের মতে, বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে মোবাইলের ব্যবহারের প্রবণতা বেশি। তাই সেক্ষেত্রে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রাথমিক ধারণা দিতেই আজকের এই উদ্যোগ। এদিন এআইয়ের সুফল ও কুফল কী রয়েছে, পাশাপাশি কোনটা করা উচিৎ ও কোনটা অনুচিৎ সমস্ত বিষয় সম্পর্কে সুন্দরভাবে ধারণা দেওয়া হয়। এতে ছাত্রছাত্রীরা কীভাবে অনলাইনের মাধ্যমে এআই এর দ্বারা সমস্ত বিষয় জানতে পারবেন, ভালভাবে উপভোগ করতে পারবে সেই বিষয়ে সেমিনার চালু করা হয়েছে। যা সরকারি বিভিন্ন স্কুলে চলতে থাকবে। এর ফলে স্কুল পড়ুয়াদের মধ্যে ভ্রান্ত ধারণার বদল ঘটবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিনের সেমিনারে স্কুল পড়ুয়াদের উৎসাহ ও উদ্দীপনা ছিল প্রবল। পড়ুয়ারা জানান, এআই সম্পর্কে তাদের সবিস্তারে জানানো হয়েছে। এর ফলে সমস্ত দিকটাই বিস্তারিত ভাবে জানতে পারবে এবং ভবিষ্যতে অনেক বিষয়েই এআই সম্পর্কিত ধারণা কাজে লাগবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অদূর ভবিষ্যতে AI ছড়ি ঘোরাবে বিশ্বে! ভাল-মন্দ বোঝাতে ১৩০০ ছাত্রীকে নিয়ে হয়ে গেল বড় কর্মযজ্ঞ
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement