ভাঙা রাসে শান্তিপুরে বেশ কিছু জায়গায় রয়েছে নো এন্ট্রি, রইল সমস্ত আপডেট

Last Updated:

নবদ্বীপের রাসমেলা শেষ হতেই হাজার হাজার মানুষ শান্তিপুরমুখী হওয়ায় শহরের জনসংখ্যা কার্যত দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বিকেলের পর থেকেই রাস্তায় নেমেছেন পায়ে হাটা মানুষের স্রোত, দখল নিয়েছেন মূল রাজপথ

ট্রাফিকের বড় আপডেট পাওয়া গেল রানাঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে
ট্রাফিকের বড় আপডেট পাওয়া গেল রানাঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রাস উৎসবে নিরাপত্তায় কড়াকড়ি, শান্তিপুরে মালবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা। জেনে নিন ভাঙা রাস উপলক্ষে শান্তিপুর শহরে বিস্তারিত ট্রাফিক আপডেট। জগতবিখ্যাত শান্তিপুরের রাস উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী শান্তিপুর রাস, ফলে ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে শহরে। নবদ্বীপের রাসমেলা শেষ হতেই হাজার হাজার মানুষ শান্তিপুরমুখী হওয়ায় শহরের জনসংখ্যা কার্যত দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বিকেলের পর থেকেই রাস্তায় নেমেছেন পায়ে হাটা মানুষের স্রোত, দখল নিয়েছেন মূল রাজপথ।
রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে শহরে প্রবেশের মূল পথগুলিতে কড়া নজরদারি শুরু হয়েছে। প্রাক্তন ৩৪ নম্বর জাতীয় সড়ক-সহ শহরের প্রধান সড়কগুলোতে ভারী যানবাহন ও মাল পরিবহনের গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদিও বৃহস্পতিবার “নো এন্ট্রি” কার্যকর না থাকলেও বিকেলের পর থেকে দর্শনার্থীর ভিড়ে চারচাকা, অটো ও টোটো চলাচল বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
আজ অর্থাৎ শুক্রবার শোভাযাত্রা উপলক্ষে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও গোবিন্দপুর, ঘোড়ালিয়া, গুপ্তিপাড়া ও কালনাঘাট জলপথের প্রবেশপথে বিশেষ নজরদারি চলছে যাতে কোনও ভারী যানবাহন শহরের মূল শোভাযাত্রার পথে প্রবেশ না করতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডিএসপি (ট্রাফিক) রানাঘাট সঞ্জয় কুমার জানিয়েছেন, তাহেরপুর-সহ আশপাশের এলাকাগুলিতেও সিগন্যালিং ও ট্রাফিক কন্ট্রোল জোরদার করা হয়েছে। জাতীয় সড়কে যানজট এড়াতে শান্তিপুর ট্রাফিক পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাঙা রাসে শান্তিপুরে বেশ কিছু জায়গায় রয়েছে নো এন্ট্রি, রইল সমস্ত আপডেট
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement