Agriculture News: অবাক কাণ্ড! এক জমিতে দুই ফসল! গোলমরিচ, ওল, লেবু, আদা, হলুদ চাষ হচ্ছে একসঙ্গে

Last Updated:

Agriculture News: এক জমিতে একটি ফসলের পাশাপাশি অন‍্য ফসল চাষ কীভাবে সম্ভব? এই বিষয়ে গোপালবাহাদুর বস্তির কৃষকদের বোঝালেন কৃষি বিঞ্জানীরা।

+
অবাক

অবাক কাণ্ড! এক জমিতে দুই ফসল!

আলিপুরদুয়ারঃ এক জমিতে একটি ফসলের পাশাপাশি অন‍্য ফসল চাষ কীভাবে সম্ভব? এই বিষয়ে গোপালবাহাদুর বস্তির কৃষকদের বোঝালেন কৃষি বিঞ্জানীরা। এক জমিতে দুটি ফসল চাষ কীভাবে করে কৃষকরা বেশি আয় করতে পারবে? এই নিয়ে কর্মশালা আয়োজিত হল কালচিনি ব্লকের গোপালবাহাদুর বস্তি এলাকায়।
কালচিনি প্রগতি ফারমার্স ক্লাবের পক্ষ থেকে এই কর্মশালা আয়োজিত হয়। গোপালবাহাদুর বস্তি এলাকায় অধিকাংশ কৃষকের সুপরি বাগান রয়েছে।এই সুপরি বাগানে গোলমরিচ, ওল, লেবু, আদা, হলুদ একটি মাত্র জমিতে নানাবিধ চাষ কী করে করতে হবে? এই নিয়ে কৃষকদের শিবির চলছে গোপালবাহাদুর বস্তিতে। এই শিবিরে এলাকার প্রায় ২৮০ জন কৃষক অংশগ্রহণ করেছে। যদিও চাষ এখনও শুরু করেননি তাঁরা।
advertisement
advertisement
কৃষি বিঞ্জানী ডাঃ রিজাল চাষ সম্পর্কে বিস্তারিত তথ‍্য দিচ্ছেন এলাকার কৃষকদের। তিনি জানান, “এই চাষ বহুতল চাষ নামে পরিচিত। এক জমিতে দুটি চাষ করলে সব দিক দিয়ে উপকৃত হবেন চাষিরা। একটি জমিতে অনেক ফসল উৎপাদন হবে। এছাড়া সুপারি ও গোলমরিচে কী পোকা আক্রমণ করে এবং সেই পোকার উপদ্রব থেকে বাঁচতে কী কী করতে হবে তা কৃষকদের বলা হচ্ছে।” সুপরি, গোলমরিচ ফসলে একছিদ্র পোকার আক্রমণ হয়।এক্ষেত্রে গাছে আলকাতরা মেখে ছিদ্র আটকাতে হয়।তারপর ওষুধ প্রয়োগ করলে ফসল সংরক্ষিত হয়।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: অবাক কাণ্ড! এক জমিতে দুই ফসল! গোলমরিচ, ওল, লেবু, আদা, হলুদ চাষ হচ্ছে একসঙ্গে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement