Agriculture News: অবাক কাণ্ড! এক জমিতে দুই ফসল! গোলমরিচ, ওল, লেবু, আদা, হলুদ চাষ হচ্ছে একসঙ্গে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Agriculture News: এক জমিতে একটি ফসলের পাশাপাশি অন্য ফসল চাষ কীভাবে সম্ভব? এই বিষয়ে গোপালবাহাদুর বস্তির কৃষকদের বোঝালেন কৃষি বিঞ্জানীরা।
আলিপুরদুয়ারঃ এক জমিতে একটি ফসলের পাশাপাশি অন্য ফসল চাষ কীভাবে সম্ভব? এই বিষয়ে গোপালবাহাদুর বস্তির কৃষকদের বোঝালেন কৃষি বিঞ্জানীরা। এক জমিতে দুটি ফসল চাষ কীভাবে করে কৃষকরা বেশি আয় করতে পারবে? এই নিয়ে কর্মশালা আয়োজিত হল কালচিনি ব্লকের গোপালবাহাদুর বস্তি এলাকায়।
কালচিনি প্রগতি ফারমার্স ক্লাবের পক্ষ থেকে এই কর্মশালা আয়োজিত হয়। গোপালবাহাদুর বস্তি এলাকায় অধিকাংশ কৃষকের সুপরি বাগান রয়েছে।এই সুপরি বাগানে গোলমরিচ, ওল, লেবু, আদা, হলুদ একটি মাত্র জমিতে নানাবিধ চাষ কী করে করতে হবে? এই নিয়ে কৃষকদের শিবির চলছে গোপালবাহাদুর বস্তিতে। এই শিবিরে এলাকার প্রায় ২৮০ জন কৃষক অংশগ্রহণ করেছে। যদিও চাষ এখনও শুরু করেননি তাঁরা।
advertisement
advertisement
কৃষি বিঞ্জানী ডাঃ রিজাল চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছেন এলাকার কৃষকদের। তিনি জানান, “এই চাষ বহুতল চাষ নামে পরিচিত। এক জমিতে দুটি চাষ করলে সব দিক দিয়ে উপকৃত হবেন চাষিরা। একটি জমিতে অনেক ফসল উৎপাদন হবে। এছাড়া সুপারি ও গোলমরিচে কী পোকা আক্রমণ করে এবং সেই পোকার উপদ্রব থেকে বাঁচতে কী কী করতে হবে তা কৃষকদের বলা হচ্ছে।” সুপরি, গোলমরিচ ফসলে একছিদ্র পোকার আক্রমণ হয়।এক্ষেত্রে গাছে আলকাতরা মেখে ছিদ্র আটকাতে হয়।তারপর ওষুধ প্রয়োগ করলে ফসল সংরক্ষিত হয়।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 3:44 PM IST