মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বাজিমাত উত্তরবঙ্গের, শীর্ষে জলপাইগুড়ি

Last Updated:

আবারও জ্বলে উঠল পাহাড়-ঝর্ণা-সবুজের দেশ ৷ আবারও প্রথম স্থান নিজেদের দখলে নিল উত্তরবঙ্গের সন্তান ৷

#জলপাইগুড়ি: আবারও জ্বলে উঠল পাহাড়-ঝর্ণা-সবুজের দেশ ৷ আবারও প্রথম স্থান নিজেদের দখলে নিল উত্তরবঙ্গের সন্তান ৷
এ বছরের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান দখল করল জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ৷ জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সে ৷ পকেটে পুরেছে ৯৯.২% নম্বর (৪৯৬) ৷ শুধু তাই নয়, গ্রন্থনের আরও একটি অন্যতম বিশেষত্ব আলাদা করে তাঁকে গুরুত্ব দিতে বাধ্য করেছে ৷ কারণ কলা বিভাগ থেকে প্রথম হয়েছে সে ৷ ৫ বছর পর আবারও কলা বিভাগ থেকে প্রথম স্থান দখল করল কোনও পরীক্ষার্থী ৷ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে তমলুকের ঋত্বিক কুমার শাহু ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩ ৷
advertisement
advertisement
তবে এই সব কিছু ছাপিয়ে বারবারই নজর কাড়ছে উত্তরবঙ্গ ৷ মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছি কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷ ঝুলিতে ছিল ৬৮৯ নম্বর ৷ শুধু তাই নয়, তৃতীয় স্থানেও সেই উত্তরবঙ্গের জয়জয়কার ৷ তিন নম্বরে ছিল তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলব্জা দাশ ও মৃন্ময় মণ্ডল ৷
advertisement
অন্যদিকে আবার নজর কেড়েছে পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং । মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাসের হারে একেবারে উপরের দিকে রয়েছে এই জেলা ৷ মাধ্যমিকে কালিম্পংয়ে পাশের হার ছিল ৯৬.৯৫ শতাংশ । উচ্চ মাধ্যমিকেও সাফল্যের হারে সমস্ত জেলাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে নিজের নাম তুলে এনেছে পাহাড়ের কোলের ছোট্ট এই জেলা ৷ মাধ্যমিকের মতোই প্রথম স্থানে অবশ্য রয়েছে পূর্ব মেদিনীপুর ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বাজিমাত উত্তরবঙ্গের, শীর্ষে জলপাইগুড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement