মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বাজিমাত উত্তরবঙ্গের, শীর্ষে জলপাইগুড়ি
Last Updated:
আবারও জ্বলে উঠল পাহাড়-ঝর্ণা-সবুজের দেশ ৷ আবারও প্রথম স্থান নিজেদের দখলে নিল উত্তরবঙ্গের সন্তান ৷
#জলপাইগুড়ি: আবারও জ্বলে উঠল পাহাড়-ঝর্ণা-সবুজের দেশ ৷ আবারও প্রথম স্থান নিজেদের দখলে নিল উত্তরবঙ্গের সন্তান ৷
এ বছরের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান দখল করল জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ৷ জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সে ৷ পকেটে পুরেছে ৯৯.২% নম্বর (৪৯৬) ৷ শুধু তাই নয়, গ্রন্থনের আরও একটি অন্যতম বিশেষত্ব আলাদা করে তাঁকে গুরুত্ব দিতে বাধ্য করেছে ৷ কারণ কলা বিভাগ থেকে প্রথম হয়েছে সে ৷ ৫ বছর পর আবারও কলা বিভাগ থেকে প্রথম স্থান দখল করল কোনও পরীক্ষার্থী ৷ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে তমলুকের ঋত্বিক কুমার শাহু ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩ ৷
advertisement
advertisement
তবে এই সব কিছু ছাপিয়ে বারবারই নজর কাড়ছে উত্তরবঙ্গ ৷ মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছি কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷ ঝুলিতে ছিল ৬৮৯ নম্বর ৷ শুধু তাই নয়, তৃতীয় স্থানেও সেই উত্তরবঙ্গের জয়জয়কার ৷ তিন নম্বরে ছিল তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলব্জা দাশ ও মৃন্ময় মণ্ডল ৷
advertisement
অন্যদিকে আবার নজর কেড়েছে পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং । মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাসের হারে একেবারে উপরের দিকে রয়েছে এই জেলা ৷ মাধ্যমিকে কালিম্পংয়ে পাশের হার ছিল ৯৬.৯৫ শতাংশ । উচ্চ মাধ্যমিকেও সাফল্যের হারে সমস্ত জেলাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে নিজের নাম তুলে এনেছে পাহাড়ের কোলের ছোট্ট এই জেলা ৷ মাধ্যমিকের মতোই প্রথম স্থানে অবশ্য রয়েছে পূর্ব মেদিনীপুর ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2018 10:57 AM IST