প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৯৯.২% পেয়ে প্রথম জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত
Last Updated:
WBCHSE 12th Result 2018, WBoard HS Result 2018:এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে কলা বিভাগ থেকে গৌতম সেনগুপ্ত ৯৯.২ শতাংশ ৷
#কলকাতা: মাধ্যমিকের পর আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল । সকাল দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এই বছর পরীক্ষা দিয়েছেন ৮ লাখেরও বেশি ছাত্রছাত্রী। এই বছর ছাত্রের সংখ্যা প্রায় ৪,২০,০০০। ছাত্রী প্রায় ৩,৮০,০০০।
এবার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে ৷ ১৮টি জেলায় মেয়েদের পাশের হার বেশি ৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী ৷ ৪৭ শতাংশ ছাত্র ৷ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৩.৭৫ শতাংশ ৷ পূর্ব মেদিনীপুরে পাশের হার সব থেকে বেশি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং৷ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জেলার ঝুলি পূর্ণ।
advertisement
advertisement
তবে এবছরের সেরা চমক জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। ৮৯৬ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন কলাবিভাগের ছাত্র। বিজ্ঞান শাখার পড়ুয়াদের একচেটিয়া র্যাঙ্কিং ভেঙে বহু বছর পর সেরার সেরা কলা বিভাগের ছাত্র। দ্বিতীয় তমলুক হ্যামিলটন হাইস্কুলের ঋত্বিক কুমার সাহা। বিজ্ঞান বিভাগে প্রথম ঋত্বিক।
পঞ্চম স্থান পেয়ে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম যাদবপুর বিদ্যাপীঠের অভ্রদীপ্তা ঘোষ ও রানিবাঁধ হাইস্কুলের অনিমা গড়াই।
advertisement
এ বছর ২৭ মার্চ থেকে উচ্চমাধ্যমিক চলে ১১ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার আটান্ন দিনের মাথায় ফলপ্রকাশ হল। ২০১৯-এ উচ্চ মাধ্যমিক শুরু হবে ২৬ ফেব্রুয়ারি । শেষ হবে ১৩ মার্চ । উচ্চমাধ্যমিকের কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Location :
First Published :
June 08, 2018 10:21 AM IST