উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত, পাঁচবছর পর শীর্ষে কলাবিভাগ
Last Updated:
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও উত্তরবঙ্গের বাজিমাত ৷ মাধ্যমিকে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ শীর্ষে ৷
#জলপাইগুড়ি: উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে রীতিমতো তাক লাগালেন গ্রন্থন সেনগুপ্ত ৷ কলাবিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন গ্রন্থন ৷ পাঁচ বছর পরে উচ্চমাধ্যমিকের ফলে ঘটল এমন ঘটনা ৷
২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার প্রথম হলেন জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ৷ গ্রন্থনের প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷
অন্যদিকে এবারের উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হলেন তমলুক হ্যামিলটন হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ঋত্বিক কুমার শাহু ৷ ঋত্বিকের প্রাপ্ত নম্বর ৯৮.৬ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু’জন ৷ তিমির বরণ দাশ ও শাশ্বত রায় ৷ তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০ ৷
advertisement
advertisement
মাধ্যমিকের পর আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল । সকাল দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এই বছর পরীক্ষা দিয়েছেন ৮ লাখেরও বেশি ছাত্রছাত্রী। এই বছর ছাত্রের সংখ্যা প্রায় ৪,২০,০০০। ছাত্রী প্রায় ৩,৮০,০০০।
এবার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে ৷ ১৮টি জেলায় মেয়েদের পাশের হার বেশি ৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী ৷ ৪৭ শতাংশ ছাত্র ৷ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৩.৭৫ শতাংশ ৷ পূর্ব মেদিনীপুরে পাশের হার সব থেকে বেশি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং৷
advertisement
এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে কলা বিভাগ থেকে গ্রন্থন সেনগুপ্ত ৯৯.২ শতাংশ ৷ বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় হয়েছে তমলুকের ছাত্র ঋত্বিক কুমার সাহু ৷ তৃতীয় হয়েছে দু’জন ৷ তিমিরবরণ দাস ও শ্বাশত রায় ৷ চতুর্থ স্থানে রয়েছে ৬ পড়ুয়া ৷ অর্কদীপ্তা ঘোষ মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৬ ৷ অর্কদীপ্তা পঞ্চম হয়েছে ৷
Location :
First Published :
June 08, 2018 10:36 AM IST