Bagdogra Darjeeling bus service: বাগডোগরায় নেমে দার্জিলিং যাওয়া আরও সহজ, চালু হল এসি বাস পরিষেবা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এতদিন রাজ্য হোক বা দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নেমে বেসরকারি গাড়ির উপরেই ভরসা করতে হত৷
#শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দর থেকে শৈলশহর দার্জিলিংয়ে যাওয়া আরও সুবিধাজনক হল৷ এবার থেকে সরাসরি বিমানবন্দর থেকে সরকারি এসি বাসে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিংয়ে৷
আজ থেকেই এই পরিষেবা শুরু করা হয়েছে৷ ১২ আসনের এই বাসে মোট এগারো জন করে যাত্রী যেতে পারবেন৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে পর্যটক এবং দার্জিলিংবাসীর সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা শুরু করা হল৷
advertisement
advertisement
এতদিন রাজ্য হোক বা দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নেমে বেসরকারি গাড়ির উপরেই ভরসা করতে হত৷ এর ফলে গাড়ি খুঁজতে গিয়ে হয়রানি যেমন হত, তেমনই চালকদের একাংশ সুযোগ বুঝে পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করতেন বলে অভিযোগ৷ বিশেষত পর্যটনের মরশুমে পর্যটক হয়রানির অভিযোগ বাড়ত৷
জানা গিয়েছে, প্রতিদিন দুপুর দুটো এবং বিকেল চারটের সময় বিমানবন্দর থেকে বাস ছাড়বে৷ রোহিনী হয়ে বাস দু'টি দার্জিলিং পৌঁছবে৷ দার্জিলিং পর্যন্ত মাথাপিছু সাড়ে চারশো টাকা করে ভাড়া পড়বে৷ ফলে অনেকটা সস্তাতেই বিমানবন্দর থেকে দার্জিলিং পৌঁছতে পারবেন যাত্রীরা৷ বাগডোগরা বিমানবন্দরে নির্দিষ্ট কাউন্টার থেকেই বাসের টিকিট বিক্রি করা হবে৷
advertisement
বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্যম পি জানিয়েছেন, এই পরিষেবা শুরু করা অত্যন্ত জরুরি ছিল৷ দার্জিলিংয়ের জেলাশাসকের উদ্যোগেই এই নতুন বাস পরিষেবা শুরু হল৷ যাত্রীদের চাহিদা থাকলে বাস আরও বাড়ানো হতে পারে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2022 8:27 PM IST