Abhishek Banerjee: ভোট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা, উত্তর থেকেই লোকসভার প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

আগামিকাল জলপাইগুড়িতে সভা করবেন অভিষেক। 

উত্তর থেকেই লোকসভার প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
উত্তর থেকেই লোকসভার প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আবীর ঘোষাল, শিলিগুড়ি: লোকসভা ভোট ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এর মাঝে জোরকদমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধীতার আওয়াজ তুলেছেন। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামিকাল ১৪ মার্চ, ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টোয় অভিষেকের জনসভা হবে জলপাইগুড়ির ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে। ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার মানুষের প্রতি অভিষেক অনুরোধ করেছিলেন, ‘‘এমন আওয়াজ তুলুন, যাতে মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভূত করে বহিরাগত নেতারা ৷’’
advertisement
advertisement
এরপর ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে অভিষেকের সভা আছে। তারপর অভিষেক আবার যাবেন উত্তরবঙ্গে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করবেন ১৮ মার্চ। সেখান থেকে আবার দক্ষিণবঙ্গে ভোটপ্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধায়। ২০ মার্চ বসিরহাট এবং ২২ মার্চ পূর্ব বর্ধমানে জনসভা করতে যাবেন অভিষেক। সম্প্রতি সন্দেশখালি ইস্যুতে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে বসিরহাটে অভিষেকের জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরের দুটি লোকসভা কেন্দ্রই ২০১৯ সালে গিয়েছিল বিজেপির দখলে। জলপাইগুড়ির সাংসদ হন জয়ন্তকুমার রায় আর বালুরঘাটে জয়ী হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি ‘একলা চলো’ মেনে ৪২টি কেন্দ্রের সমস্ত বুথে বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও জানিয়ে দেবেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন-এই দুই ইস্যুকে সামনে রেখে কীভাবে বাড়ি-বাড়ি প্রচারে দল নামবে, তাও এই বৈঠকে ঘোষণা করবেন অভিষেক।
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেভাবে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ শীর্ষক প্রচার শুরু করা হয়েছিল সেভাবেই তৃণমূলের তরফে এবারও বিশেষ ক্যাম্পেন করবে জোড়াফুল শিবির। আর সেই প্রচারের প্রধান মুখ যেমন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই লড়াইয়ের প্রধান সেনাপতি হিসেবে অভিষেক জেলায়-জেলায় প্রচারে নামবেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: ভোট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা, উত্তর থেকেই লোকসভার প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement