Abhishek Banerjee: ২০২৬-এর বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? এখনই বড় দাবি করে ফেললেন অভিষেক

Last Updated:

তিনি বলেন, " তৃণমূল কংগ্রেসকে যত ধমকাবেন, চমকাবেন, তত আসন বাড়বে৷ তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে৷

২০২৬-এর বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? এখনই বড় দাবি করে ফেললেন অভিষেক
২০২৬-এর বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? এখনই বড় দাবি করে ফেললেন অভিষেক
চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ার সভা থেকে বিজেপিকে নিশানা করলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাতে তৃণমূলের একধিক প্রকল্পের সার্কতার কথাও তুলে ধরেন অভিষেক। অভিষেক বলেন, " রিপোর্ট কার্ড পেশ করছি, ২৩ লক্ষ মানুষকে ঐক্যশ্রী, ৩০ লক্ষ মানুষকে খাদ্যসাথী, ৪ লক্ষ মানুষকে কন্যাশ্রী, ৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার এই জেলায় দেওয়া হয়েছে৷  বিজেপি রিপোর্ট কার্ড পেশ করে দেখাক এই জেলায় কি       করেছে?"
এদিন মোদিকে নিশানা করে অভিষেক বলেন,  "মোদি হোক বা কংগ্রেস এরা আসলে মানুষের কথা বলে না ৷ বাংলায় কংগ্রেসের দুই সাংসদ আছে। যারা বাংলার বকেয়া টাকা দেওয়ার কথা কখনও বলে না ৷ ইডি, সিবিআই দিয়ে ধমকে চমকে অন্য দলকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়। আমাদের যাবে না ৷ আমাকে একাধিক বার নোটিশ পাঠিয়েছে, কি করেছে, কাঁচকলা। যত নোটিশ পাঠাবে তত আন্দোলনের তীব্রতা বাড়বে।"
advertisement
advertisement
মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন অভিষেক। তিনি বলেন, " তৃণমূল কংগ্রেসকে যত ধমকাবেন, চমকাবেন, তত আসন বাড়বে৷ তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে৷ ২০২৬ সালে তৃণমূল কংগ্রেস ২৪০ আসন পাবে। কুৎসা, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উত্তর দিনাজপুরের মানুষ বিধানসভায় ভোট দিয়েছেন। রায়গঞ্জের জন্য এরা কেন্দ্র থেকে বাড়তি ১০ পয়সাও আনতে পেরেছে? না পারেনি।
advertisement
মানুষ যে বিষয়কে সামনে রেখে ভোট দেবে। আগামী দিনে তাই হবে৷
এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে অভিষেক আরও বলেন,  "রাম মন্দির হচ্ছে৷ কিন্তু নরেন্দ্র মোদি আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে। রাস্তার টাকা আটকে রেখে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।"
advertisement
ভোট প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " বিধানসভা ভোটের প্রাপ্ত ফল বলছে, উত্তর দিনাজপুরে ৭৪ পঞ্চায়েত জিতেছি, ২৪ পঞ্চায়েত হেরেছি। সবাই জেনে রাখুন বাড়ি, রাস্তা সব টাকা আটকে রেখেছে। আমরা চাই এখানেও মানুষ পরিষেবা পাক। এই জন্যেই বারবার বলছি আপনি চেনেন, জানেন, পরিষেবা পাবেন এমন কাউকে পঞ্চায়েতে নির্বাচিত করুন।"
advertisement
এদিন কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। একাধিক হুঙ্কার ছেড়েছেন কংগ্রেসের বিরুদ্ধেও l "২০২৬ সালের নির্বাচনে ২৪০ আসন পাবেই তৃণমূল" এমনই দাবি এই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: ২০২৬-এর বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? এখনই বড় দাবি করে ফেললেন অভিষেক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement