হোম /খবর /উত্তরবঙ্গ /
'লিস্ট মানতেই হবে, নাহলে...', মমতাকে হুঁশিয়ারি বিদ্রোহী করিমের! কড়া হবে তৃণমূল?

Abdul Karim Chowdhury: 'লিস্ট মানতেই হবে, নাহলে...', মমতাকেই হুঁশিয়ারি বিদ্রোহী করিমের!ব্যবস্থা নেবে তৃণমূল?

মমতাকেই হুঁশিয়ারি করিম চৌধুরীর৷

মমতাকেই হুঁশিয়ারি করিম চৌধুরীর৷

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার বারই জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা দলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হবে৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

মোক্তার সরকার, রায়গঞ্জ: ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই সুর চড়ালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী৷ দলের শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে বিদ্রোহী এই তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য তিনি যে প্রার্থী তালিকা পাঠাবেন, দলনেত্রীকে তা অনুমোদন করতে হবে৷ তা না হলে সেই প্রার্থীদেরই তিনি নির্দল হিসেবে দাঁড় করাবেন৷

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার বারই জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা দলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হবে৷ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই বার্তা দিয়েছেন৷ কিন্তু সেই বার্তাকে যে তিনি গুরুত্বই দিচ্ছেন না, তা বুঝিয়ে দিয়েছেন ইসলামপুরের বিধায়ক৷

আরও পড়ুন: 'পাগলের মতো কী বকেছে!'উদয়নের বক্তব্য খারিজ ফিরহাদের, সতীর্থকে কটাক্ষ পুরমন্ত্রীর

করিম চৌধুরী এ দিন বলেন, 'আমার ফাইনাল করা লিস্ট পাঠিয়ে দেব৷ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন করতে হবে৷ টো টো অনুমোদন করতে হবে৷ যা নাম দেব সবাইকে প্রার্থী করতে হবে৷ তা না হলে ওরাই নির্দল হয়ে দাঁড়াবে৷ আমি কোনও ধান্দাবাজকে প্রার্থী করব না৷ যাঁরা কাজ করবে, তাঁদেরকেই প্রার্থী করব৷'

আরও পড়ুন: শুভেন্দু গড়েও এবার হিট সাগরদিঘি মডেল! শুধু তৃণমূল নয়, মুখ পুড়ল গেরুয়া শিবিরেরও

করিম চৌধুরীর সঙ্গে তৃণমূল নেতৃত্বের দূরত্ব অনেক দিন ধরেই বাড়ছে৷ এর সূত্রপাত করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সংঘাত থেকে৷ সম্প্রতি ইসলামপুরে করিম চৌধুরী ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর খুনের ঘটনা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সরব হন করিম চৌধুরী৷ রীতিমতো তোপ দেগে বলেন, মুখ্যমন্ত্রীর উচিত সবাইকে সমান ভাবে দেখা৷

ইসলামপুরের বিধায়কের এই মনোভাব একেবারেই ভাল ভাবে নেয়নি দল৷ সম্প্রতি কালীঘাটে হওয়া দলীয় বৈঠকেও যোগ দেননি করিম চৌধুরী৷করিম চৌধুরীর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে৷ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মাধ্যমে গোটা ঘটনা দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Abdul Karim Chowdhury, Mamata Banerjee