Viral Drama Festival: গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ! মশালের আলোয় জঙ্গলেই হচ্ছে নাট্য উৎসব
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
- Published by:purnendu mondal
Last Updated:
বর্তমান সময়ে সংকটের মুখে রাজ আমলের ঐতিহ্যবাহী শাল বাগান। এই সংকটের মুখে নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা দিতে চলেছে কোচবিহারের এক নাট্য সংস্থা।
কোচবিহার: জেলা শহর কোচবিহার হল রাজ ঐতিহ্য মোড়া শহর। এই রাজ ঐতিহ্য গুলির মধ্যেই একটি অন্যতম জায়গা হল শাল বাগান। কোচবিহার শহরের পূর্ব দিকে প্রায় ৩৫০ বিঘা এলাকা বিস্তৃত এই সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু, বর্তমান সময়ে এই বনাঞ্চল বিপন্ন হওয়ার মুখে। মূলত কাঠ চোর এবং এখানে ঘুরতে আসা পর্যটকদের ফেলা প্লাস্টিক আবর্জনায় সংকটের মুখে এই বনভূমি। আর এই সংকটের মুখে নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা দিতে চলেছে কোচবিহারের এক নাট্য সংস্থা।
এই নাট্য দলের উদ্যোগে শাল বাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল এবং শাল বাগান মশাল থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন হচ্ছে। নাট্য দলের সম্পাদক সুমন্ত সাহা জানান,”এই শালবাগানে বারবার গাছ কাটা ও চুরির ঘটনা ঘটছে। তাই সবুজ অরণ্যকে বাঁচাতে আরোও বেশি সচেতন হওয়ার প্রয়োজন সবার। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আয়োজন করা হচ্ছে তাঁদের এই নাট্য উৎসব। অনুষ্ঠানের জন্য মহড়াও চলছে প্রতিদিন শাল বাগানের মধ্যে।”
advertisement
আরও পড়ুন: এবার বাংলায় মিলছে লাল কলা! পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল চাষেও বিরাট লাভ, উপকারিতা শুনে চমকে যাবেন
advertisement
তাঁদের নাট্য উৎসব এবার চতুর্থ বছরে পদার্পণ করতে চলেছে। এই অনুষ্ঠানে আসা প্রত্যেকেরই হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হবে। এবং নাটক চলাকালীন সময়ে শাল বাগানের ভেতরে আরোও বেশ কিছু চারা গাছ রোপন করা হবে। সকলের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে, যাতে শাল বাগানের রক্ষা করা সম্ভব হয়। সংক্ষেপে বলা যায় এই শাল বাগান কোচবিহারের ফুসফুস। তাই এই শাল বাগানকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন।
advertisement
নাট্য দলের সভাপতি রুমা দে জানান,”এবারের অনুষ্ঠানে জেলার পাশাপশি রাজ্যের ও বাইরের বহু নাট্য দল আসতে চলেছে। এবারের অনুষ্ঠানে আকর্ষণ হিসেবে থাকছে নদীর বুকে মশাল জ্বালিয়ে মঞ্চের মধ্যে নাটক।” নাট্য দলের এক সদস্যা বিপাশা সাহা জানান,”তাঁদের এই জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য গাছকে রক্ষা করা। আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের জন্য গাছকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ন। মূলত এই বার্তা নিয়েই এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।”
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নাটকের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপশি পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে এই নাট্য উৎসবের মাধ্যমে। অভিনব ভাবনায় আয়োজন করা এই নাট্য উৎসব সকলের মন আকর্ষণ করবে এটুকু নিশ্চিত।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 23, 2023 12:22 PM IST









