প্রেমের টানে প্রেমিকার বাড়িতে আসছিলেন যুবক, তাঁর মাথা লক্ষ্য করে ঢুকে গেল বুলেট... তার পর?

Last Updated:

প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক। মাথায় লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু প্রেমিকের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে।

প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক
প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক
মালদহ: ২৪ ঘণ্টার মাথায় মালদহে আবার চলল গুলি। প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক! মাথা লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু প্রেমিকের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে। জানা গিয়েছে, মৃত প্রেমিকের নাম সাদ্দাম হোসেন (২৬) তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়। জানা গিয়েছে, প্রেমিক এবং প্রেমিকা দুজনই বিবাহিত। দীর্ঘদিন ধরে সেই প্রেমিকার বাড়িতে আসা যাওয়া ছিল সাদ্দামের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত‌ মঙ্গলবার সকালে সে যুবক বাড়ি থেকে বের হয় ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ইটভাটায় যাওয়ার পথে বেলা ১১টা নাগাদ সেই যুবক খোকরা গ্রামে সাকিলা খাতুন নামে এক মহিলার সঙ্গে দেখা করতে যায় তার বাড়ি।
advertisement
advertisement
ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য! ত্রুটি প্লেনের নয়…১৯ জন মৃত যাত্রীর DNA টেস্টের পর বড় তথ্য ফাঁস!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাকিলা খাতুন নামে ওই মহিলার বাড়িতে প্রতিনিয়ত আসা যাওয়া ছিল সাদ্দামের। সেই মতো এদিনও সে ওই মহিলার বাড়িতে যায়। কিন্তু বাড়ি যাওয়ার কিছু ক্ষণ পরেই সেই বাড়ি থেকে গুলির আওয়াজ বেরিয়ে আসে। পরে জানা যায় এই বাড়িতে গুলিবিদ্ধ হয় সাদ্দাম হোসেন। গুলি লাগার পরই সেখানে লুটিয়ে পড়ে সাদ্দাম হোসেন। তার মাথার ডানপাশে গুলি লেগেছে। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এদিকে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর ঘটনাস্থল তদারকি কি করে সাকিলা খাতুন নামে ওই মহিলাকে আটক করে পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এই গুলিকান্ডের পেছনে পরকীয়া সম্পর্ক জড়িত থাকতে পারে। যদিও এই বিষয়ে গ্রামবাসীরা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তবে সঠিক কিভাবে এই গুলি কাণ্ডের ঘটনা ঘটেছে তা বলতে পারছেন না কেউই। পরকীয়ার জেরে খুন নাকি নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী যুবক? তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
advertisement
জিএম মোমিন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রেমের টানে প্রেমিকার বাড়িতে আসছিলেন যুবক, তাঁর মাথা লক্ষ্য করে ঢুকে গেল বুলেট... তার পর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement