ছোট্ট চালের দানায় চন্দ্রযান-৩! এমন আঁকা ছবি দেখেছেন কখনও? দেখুন তো
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
Last Updated:
chandrayaan-3: চালের দানায় চন্দ্রযান-৩। দেখলে অবাক হবেন।
জলপাইগুড়ি : ক্ষুদ্র মূর্তি তৈরি করতে দেখা যায় অনেককেই। কিন্তু একটি চাল বা ডালের মধ্যে মাইক্রো আর্ট করা সহজ কথা নয়। চালের দানায় চন্দ্রযান থ্রি ও ডালের মধ্যে দুর্গাপ্রতিমার মুখ এঁকে তাক লাগিয়েছে কলেজ ছাত্রী অরুণিমা।
মাইক্রো আর্টসের মাধ্যমে জলপাইগুড়িবাসীকে তাক লাগিয়ে দিয়েছে অরুণিমা চক্রবর্তী । এর সঙ্গে ডালের মধ্যে দুর্গা প্রতিমার একটি মুখও তৈরি করেছেন তিনি। তাঁর কথায়, আমার সব সময় নতুন কিছু করার চিন্তাভাবনা থাকে। যদিও মাইক্রো আর্টের সঙ্গে আমি কয়েক বছর থেকে যুক্ত আছি । তাই এ বছর একটি অভিনব চিন্তা করলাম। চন্দ্রযান থ্রি-কে একটি ক্ষুদ্র জিনিসের মধ্যে যদি ফুটিয়ে তোলা যায়। তাই একটি চালের মধ্যে তুলে ধরেছি।
advertisement
আরও পড়ুন- মাত্র দু’মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড! ভয়াবহ টর্নেডোয় মিনাখাঁর আমতলায় আহত একাধিক
এই ধরনের একটি মাইক্রো জিনিসের মধ্যে সুন্দর আর্ট সত্যি তাক লাগিয়েছে জলপাইগুড়িবাসীকে। এছাড়াও তিনি একটা ডালের মধ্যে দুর্গা প্রতিমার একটি মুখ এঁকেছেন। সেই আঁকা দেখতে পাড়া প্রতিবেশী সকলেই বাড়ি এসে ভীড় করছেন।
advertisement
এ বিষয়ে অরুণিমার বাবা বলেছেন, “মেয়ে সবসময়ই কিছু অভিনব কাজ করার চিন্তাভাবনা করে। এবছর চন্দ্রযান থ্রি এর অবয়ব তুলে ধরেছে। ওর উজ্জ্বল ভবিষ্যতের আশা করছি।”
advertisement
চালের মধ্যে চন্দ্রযান থ্রি আঁকার জন্য ইন্ডিয়াবুক অফ রেকর্ড এর তরফ থেকে তাঁকে শীর্ষ সম্মানের শিরোপা দিয়েছে। সন্মান হিসেবে তাঁকে মেডেলও উপহার দিয়েছে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 6:30 PM IST