#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে একসঙ্গে ৯০ জন প্রাথমিক স্কুল শিক্ষককে বদলির নির্দেশ দেওয়া হল। শুক্রবার সেই বদলির তালিকা বিকাশ ভবন থেকে আলিপুরদুয়ার জেলাতে পৌঁছেছে। সোমবারের মধ্যে সেই বদলির নোটিশ সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট ৯০ জন শিক্ষককে তাদের নতুন স্কুলে যোগদান করার কথা বলা হয়েছে ৷ বিকাশ ভবনের ওই নির্দেশে ইতিমধ্যেই গোটা জেলাতে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। কোথাও অভিভাবকরা তো কোথাও আবার ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে শিক্ষকের বদলির প্রতিবাদে সরব হয়েছেন। অন্যদিকে, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনুপ চক্রবর্তী জানিয়েছেন, সরকারি নির্দেশ, তাই সকলকে তা মানতে হবে বলে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Primary Teacher, Transfer