Partha Sarkar
#শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের আগে জোড়া সাফল্য শিলিগুড়ি পুলিশের। ভোটের আগে উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকা! আটক এক ব্যক্তি। তার বাড়ি বিহারে। আটক ব্যক্তির নাম আদিত্য আনন্দ। আজ শিলিগুড়ি জংশন থেকে টোটোয় চেপে বর্ধমান রোড ধরে যাওয়ার সময়ে নাকা চেকিংয়ের মুখে পড়ে ওই ব্যক্তি। তার ব্যাগে তল্লাশি চলায় কর্তব্যরত পুলিশ। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! ব্যাগ ভর্তি নগদ টাকা উদ্ধার। আটক ব্যক্তিকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিলিগুড়ির ঝংকার মোড়ে নাকা চেকিং করার সময় পুলিশের কাছে সূত্র মারফত খবর আশায় ওই ব্যক্তিকে আটক করা হয়। এরপরই পুলিশ তল্লাশি চালালে ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে পুলিশ।
এরপর পুলিশ আয়কর দফতরে খবর দিলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আয়কর দফতরের আধিকারিকদের হাতে নগদ অর্থ সহ ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। তবে ঐ ব্যক্তি কী কারণে নির্বাচনের সময় বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে শিলিগুড়িতে এসেছিল এবং কোথায় যাচ্ছিল তা সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে আয়কর দফতর। তাকে টানা জেরা চালাচ্ছে আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, আটক ব্যক্তি এক এক সময়ে এক এক উত্তর দিয়েছে। এতেই সন্দেহ দানা বেঁধেছে তদন্তকারীদের কাছে।
অন্যদিকে, আজ বিকেলে লরিবোঝাই বিদেশী মদ উদ্ধার করেছে প্রধাননগর থানার পুলিশ। এ দিন স্টেট গেস্ট হাউসের সামনে থেকে লরিটিকে আটক করে সাদা পোশাকের পুলিশ। লরির মধ্যে বস্তার ফাঁকে কয়েকশো কার্টুন বিদেশী মদ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই বিদেশী মদের কার্টুন শিলিগুড়ি থেকে বিহারে পাচার করা হচ্ছিল। বিহারে মদ নিষিদ্ধ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল পাচারকারীরা। কিন্তু তা পারেনি। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ ২ জনকে। তাদেরকে জেরা করছে পুলিশ। অন্যদিকে ভারত-নেপাল সীমান্ত লাগোয়া নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Foreign liquor, Siliguri