Sikkim: এ ‌যেন নবজন্ম! সিকিম থেকে বেঁচে ফেরা ৫ শ্রমিকের গল্প শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

গত 8ঠা অক্টোবর সিকিমের ঘটে যাওয়া হড়পা বানের জেরে দক্ষিণ দিনাজপুরের একই গ্রামের পাঁচজন নিখোঁজ শ্রমিক বাড়ি ফিরলেন। এ সমস্ত শ্রমিকদের পরিবার খোঁজ পেতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন।

+
সিকিমের

সিকিমের ভয়াবহতা কাটিয়ে বাড়ি ফিরলেন পাঁচ শ্রমিক

দক্ষিণ দিনাজপুর: গত 8 অক্টোবর সিকিমের ঘটে যাওয়া হড়পা বানের জেরে দক্ষিণ দিনাজপুরের একই গ্রামের পাঁচজন নিখোঁজ শ্রমিক বাড়ি ফিরলেন। এ সমস্ত শ্রমিকদের পরিবার খোঁজ পেতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু কোনওভাবেই নিখোঁজ ওই সমস্ত শ্রমিকদের যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ দিন সকালে নিখোঁজ শ্রমিকদের মধ্যে তিন জন গ্রামে এসে পৌঁছন। বাকি দু-জন শিলিগুড়িতে আত্মীয় বাড়িতে থেকে গিয়েছেন। আগামিকাল সকালে তারাও পৌঁছে যাবেন। নিখোঁজ শ্রমিকদের বাড়ি ফিরে আসায় ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজয়শ্রী এলাকায় খুশির হাওয়া।
আরও পড়ুনঃ সংসারে অশান্তি-দুর্যোগের আগেই সতর্ক সংকেত দেয় তুলসি! কী পরিবর্তন আসে গাছে? জানুন
সেপ্টেম্বরের ২২ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২৭ জন শ্রমিক একসঙ্গে শিলিগুড়ির এক ঠিকাদার সংস্থার মাধ্যমে উত্তর সিকিমের জিরো পয়েন্ট এলাকায় কাজে গিয়েছিল। তাদের সেখানে ভারতীয় সেনার হয়ে চিন সীমান্তে বাঙ্কার নির্মাণের কাজ নিয়োগ করেছিল ঠিকাদার। প্রচন্ড ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে প্রথম সপ্তাহেই ১৮ জন শ্রমিক নিজেদের বাড়ি ফিরে যান। অন্যান্য জেলার আরও প্রায় ৬০-৭০ জন শ্রমিকের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের ওই ৯ জন শ্রমিক সেখানে শেষ পর্যন্ত কাজ করছিলেন। এদের মধ্যে বালুরঘাট বিজয়শ্রী এলাকার পাঁচ জন, কুমারগঞ্জ ব্লকের চারজন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে ঘরের এই ৫ জিনিস অবশ্যই দান করুন, দেবী লক্ষ্মী ঘরে আসবেন, ভাগ্য উজ্জ্বল হবে
পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, “ঠিকা শ্রমিকের কাজে গিয়ে সিকিমের দুর্যোগের পর থেকে আর যোগাযোগ করা যায়নি। তারপর পরিবারগুলির পক্ষ থেকে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর প্রশাসনিক ভাবে নানা ভাবে চেষ্টা হয়েছে কিন্তু যোগাযোগ হয়ে ওঠেনি।”
advertisement
নিখোঁজ শ্রমিকদের বক্তব্য, তারা একদম সীমান্ত এলাকায় সেনাবাহিনীর বাঙ্কার তৈরির কাজে নিযুক্ত ছিলেন। বন্যায় কী হয়েছে তাদের জানা নেই। তবে ওই অঞ্চলে ফোনের টাওয়ার ছিল না। সেই কারণেই যোগাযোগ করা যায়নি। যোগাযোগ করতে না পারায় চরম উৎকন্ঠায় ছিল তাদের পরিবারের সদস্যরা। বার বার শ্রমিকদের মোবাইল নম্বরে ফোন করেও কোনভাবেই যোগাযোগ করা যায়নি। অবশেষে এ দিন বালুরঘাটের পাঁচ পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়িতে ফিরলেন। এদের সকলেরই বাড়ি বালুরঘাটের ডাঙ্গা বিজশ্রী এলাকায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim: এ ‌যেন নবজন্ম! সিকিম থেকে বেঁচে ফেরা ৫ শ্রমিকের গল্প শুনলে গায়ে কাঁটা দেবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement