Tulsi: সংসারে অশান্তি-দুর্যোগের আগেই সতর্ক সংকেত দেয় তুলসি! কী পরিবর্তন আসে গাছে? জানুন

Last Updated:
Tulsi Vastu: হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতে তুলসী গাছ রাখাকে পবিত্র বলে মনে করা হয়। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের নিত্য পুজো হয় না।
1/9
*তুলসীর গুণাগুণ সম্পর্কে সকলেই জানেন। এই গুল্মজাতীয় উদ্ভিদকে ঘিরে রয়েছে নানা কিংবদন্তী। ধর্ম, পুরাণ, লোককথায় তুলসীর অশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পাশাপাশি রয়েছে ঔষধি গুণও। সংগৃহীত ছবি। 
*তুলসীর গুণাগুণ সম্পর্কে সকলেই জানেন। এই গুল্মজাতীয় উদ্ভিদকে ঘিরে রয়েছে নানা কিংবদন্তী। ধর্ম, পুরাণ, লোককথায় তুলসীর অশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পাশাপাশি রয়েছে ঔষধি গুণও। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতে তুলসী গাছ রাখাকে পবিত্র বলে মনে করা হয়। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের নিত্য পূজা সম্পূর্ণ হয় না। ভারতীয় বাস্তুশাস্ত্রও তুলসী গাছের গুরুত্বের অপরিসীম। সংগৃহীত ছবি। 
*হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতে তুলসী গাছ রাখাকে পবিত্র বলে মনে করা হয়। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের নিত্য পূজা সম্পূর্ণ হয় না। ভারতীয় বাস্তুশাস্ত্রও তুলসী গাছের গুরুত্বের অপরিসীম। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*তুলসি এবং গ্রহ বুধ: সবুজ ঘাস এবং গাছপালার অধিপতি হল বুধ গ্রহ, এমনই বিশ্বাস করা হয়। তুলসী গাছে মঞ্জরী আসে বুধের প্রভাবে। বাস্তুশাস্ত্র অনুসারে, এতে বাড়ির ভিতরে ইতিবাচকতা বৃদ্ধি পায়। সংগৃহীত ছবি। 
*তুলসি এবং গ্রহ বুধ: সবুজ ঘাস এবং গাছপালার অধিপতি হল বুধ গ্রহ, এমনই বিশ্বাস করা হয়। তুলসী গাছে মঞ্জরী আসে বুধের প্রভাবে। বাস্তুশাস্ত্র অনুসারে, এতে বাড়ির ভিতরে ইতিবাচকতা বৃদ্ধি পায়। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই জীবন শেষ হয়ে যাওয়ার পর তাঁর কাঙ্ক্ষিত ঠিকানা হল বৈকুন্ঠ্য বা বিষ্ণুলোক। তুলসী সেই বৈকুন্ঠ্যলোকের পথ প্রশস্ত করে। পুণর্জন্মের চক্র থেকে মুক্তি দেয়। সংগৃহীত ছবি। 
*হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই জীবন শেষ হয়ে যাওয়ার পর তাঁর কাঙ্ক্ষিত ঠিকানা হল বৈকুন্ঠ্য বা বিষ্ণুলোক। তুলসী সেই বৈকুন্ঠ্যলোকের পথ প্রশস্ত করে। পুণর্জন্মের চক্র থেকে মুক্তি দেয়। সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*তুলসীকে দেবীলক্ষ্মীর স্বরূপ হিসেবে পুজো করা হয়। বিশ্বাস তুলসীর নিত্যপুজো করলে ঘরে সুখ, শান্তি আসে। তুলসী সমৃদ্ধি দেয়, রোগ নিরাময় করে এবং সমস্ত নেতিবাচকতা দূর করে। সংগৃহীত ছবি। 
*তুলসীকে দেবীলক্ষ্মীর স্বরূপ হিসেবে পুজো করা হয়। বিশ্বাস তুলসীর নিত্যপুজো করলে ঘরে সুখ, শান্তি আসে। তুলসী সমৃদ্ধি দেয়, রোগ নিরাময় করে এবং সমস্ত নেতিবাচকতা দূর করে। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*শুকনো পাতা অশুভ: খেয়াল রাখতে হবে যেন কোনও ভাবেই তুলসী গাছ শুকিয়ে না যায়। তাতে সংসারে সমৃদ্ধি হারাতে পারে। বারবার গাছ শুকিয়ে গেলে বুঝতে হবে পিতৃদোষ রয়েছে, অর্থাৎ, পূর্বপুরুষরা কূপিত হয়েছেন। এথেকে বাঁচতে দান-ধ্যান করা উচিত। সংগৃহীত ছবি। 
*শুকনো পাতা অশুভ: খেয়াল রাখতে হবে যেন কোনও ভাবেই তুলসী গাছ শুকিয়ে না যায়। তাতে সংসারে সমৃদ্ধি হারাতে পারে। বারবার গাছ শুকিয়ে গেলে বুঝতে হবে পিতৃদোষ রয়েছে, অর্থাৎ, পূর্বপুরুষরা কূপিত হয়েছেন। এথেকে বাঁচতে দান-ধ্যান করা উচিত। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*তুলসী গাছে শুকনো পাতা থাকলে তা ফেলে দিতে হবে। নাহলে গৃহস্থের ঋণ বাড়ে। গাছ হঠাৎ শুকিয়ে গেলে পরিবারের আর্থিক সমস্যা আসতে পারে বলে আশঙ্কা করা হয়। সংগৃহীত ছবি। 
*তুলসী গাছে শুকনো পাতা থাকলে তা ফেলে দিতে হবে। নাহলে গৃহস্থের ঋণ বাড়ে। গাছ হঠাৎ শুকিয়ে গেলে পরিবারের আর্থিক সমস্যা আসতে পারে বলে আশঙ্কা করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*পাতা হলুদ হয়ে গেলে: তুলসী গাছের পাতা শুকিয়ে বা হলুদ হয়ে গেলে মনে করা হয় পরিবারের কোনও অসুস্থতা আসতে চলেছে। অথবা, কোনও সঙ্কট পরিবারকেই পঙ্গু করে দিতে পারে। হলুদ পাতাগুলি সরিয়ে নদীতে ফেলে দিতে হবে ঈশ্বরের নাম জপ করে। পরে বাড়িতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে। সংগৃহীত ছবি। 
*পাতা হলুদ হয়ে গেলে: তুলসী গাছের পাতা শুকিয়ে বা হলুদ হয়ে গেলে মনে করা হয় পরিবারের কোনও অসুস্থতা আসতে চলেছে। অথবা, কোনও সঙ্কট পরিবারকেই পঙ্গু করে দিতে পারে। হলুদ পাতাগুলি সরিয়ে নদীতে ফেলে দিতে হবে ঈশ্বরের নাম জপ করে। পরে বাড়িতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*তুলসীর ক্ষমতা: সবুজ তুলসী ভগবান বিষ্ণুর সমস্ত অনুগ্রহ নিয়ে আসে বলে মনে করা হয়। ঘরে তুলসী রাখলে সম্পদ বাড়ে। রান্নাঘরের কাছে তুলসি গাছ রাখলে গৃহ-বিবাদ মিটে যায়। তবে তুলসী গাছ দক্ষিণ দিকে রাখলে জীবনে চরম ক্ষতি হতে পারে। সংগৃহীত ছবি।
*তুলসীর ক্ষমতা: সবুজ তুলসী ভগবান বিষ্ণুর সমস্ত অনুগ্রহ নিয়ে আসে বলে মনে করা হয়। ঘরে তুলসী রাখলে সম্পদ বাড়ে। রান্নাঘরের কাছে তুলসি গাছ রাখলে গৃহ-বিবাদ মিটে যায়। তবে তুলসী গাছ দক্ষিণ দিকে রাখলে জীবনে চরম ক্ষতি হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement